বিজয় দিবসের ব্যানারে শহীদ মিনারের ছবি

চবি প্রতিনিধিঃচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃক আয়োজিত বিজয় দিবসের ব্যানারে দেখা যাচ্ছে বাংলাদেশের জাতীয় শহীদ মিনারের ছবি। এ বিষয়কে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে ইতোমধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ১০ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্বাধীনতা স্মারক ভাস্কর্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এর আগে ১৫ ডিসেম্বর দিবাগত রাত ১২টা ০১ মিনিটে বিজয় দিবসের সূচনালগ্নে বিউগল বাজিয়ে দিনটিকে স্বাগত জানানো হয়।

পরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ সদস্যদের স্মরণে নির্মিত ভাস্কর্য ‘স্মরণ’ সংলগ্ন চত্বরের ‘স্মরণ চত্বর’ নামকরণ ও নামফলক উন্মোচন এবং চবি আলাওল হল চত্বরে অবস্থিত প্রথম শহীদ মিনারের সংস্কারপূর্বক উদ্বোধন করেন।

এরপর সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কিন্তু এই আলোচনা সভার ব্যানারে শহীদ মিনারের ছবি নিয়ে ক্যাম্পাসজুড়ে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বলছেন, শহীদ মিনার বাংলাদেশের চেতনার অংশ হলেও মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সভায় তার ছবি বেমানান। কেননা সেটির প্রেক্ষাপট ভিন্ন। যদিও অনিচ্ছাকৃত এই ভুলের কথা স্বীকার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এই ব্যানারটি তৈরির দায়িত্বে ছিলেন উপাচার্য দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম। তিনি বলেন, এর আগেও কিছু প্রোগ্রামে শহীদ মিনারের ছবি ব্যবহার করা হয়েছে। আগের ধারাবাহিকতায় এই ব্যানারটি তৈরি করেছি। বিশেষ করে দেশের অনেক জায়গাতেই স্মৃতিসৌধ না থাকায় বিজয় দিবস উদযাপন করা হয় শহীদ মিনারেই। তবে আমরা এটি নিয়ে অভিযোগ পেয়েছি, আগামীতে আর এমনটা হবে না আশা করি।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. আতিকুর রহমান বলেন, ব্যানার তৈরির সময় আমাদেরকে দেখানো হয়নি, ফলে অনিচ্ছাকৃতভাবে এই ভুলটা হয়ে গেছে।

২৪ ঘণ্টা/মেহেদী

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *