চবি প্রতিনিধিঃ বিজয় দিবসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মুক্তিযুদ্ধ স্মৃতি ভাস্কর্যে ফুল দিতে গিয়ে ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। হামলায় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদসহ অন্তত ১০জন আহত হয়েছেন।
বুধবার (১৬ ডিসেম্বর) দুপুর পৌনে একটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ ঘটনা ঘটে। আহত ছাত্রদল নেতাকর্মীদের নগরের ট্রিটমেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চবি ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ ইয়াছিন এ বিষয়ে বলেন, দুপুর পৌনে একটার দিকে মুক্তিযুদ্ধ স্মৃতি ভাস্কর্যে ফুল দিতে যাওয়ার সময় ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক হাসান, যুগ্ম সম্পাদক আরাফাত খান, জসিম উদ্দিনসহ মোট ১০-১২ জন নেতাকর্মী গুরুতর আহত হন। সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও অর্থ সম্পাদক হাসানের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
চবি ছাত্রলীগের সাবেক উপ-দফতর সম্পাদক মিজানুর রহমান বিপুল এ বিষয়ে বলেন, আমাদের কাছে খবর ছিলো, তারা (ছাত্রদল) ক্যাম্পাস অস্থিতিশীল করবে। এজন্য চিহৃিত শিবিরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফুল দিতে এসেছিলো। আমাদের কর্মীরা তাদের প্রতিহত করেছে।
চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আব্দুর রহিম এ বিষয়ে বলেন, ছাত্রলীগের সঙ্গে ছাত্রদলের ঝামেলার খবর শুনে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় কেউ অভিযোগও দেয়নি।
২৪ ঘণ্টা/মেহেদী
Leave a Reply