মুক্তিযুদ্ধ বিরোধী চিহ্নিত শত্রুদের সাথে কোনো আপস হতে পারেনাঃ সেক্টর কমান্ডারস ফোরাম

সেক্টর কমান্ডারস ফোরাম চট্টগ্রাম জেলা ও মহানগর শাখা আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় বক্তারা বলেছেন, যারা বিজয়ের পঞ্চাশ বছরেও বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি তাদের রাজনৈতিক ও সামাজিক সকল কর্মকান্ড আইন করে নিষিদ্ধ করতে হবে।

মুক্তিযুদ্ধের চেতনার শত্রু উগ্রপন্থী হেফাজত -জামাতের সাথে কোনো আপস হতে পারেনা।তাদের সাথে কোনো আলোচনা করা মানে এই অপশক্তিকে প্রশ্রয় দেয়া। যার পরিনাম কখনো শুভ হতে পারেনা বরং বুমেরাং হবে।

বুধবার (১৬ ডিসেম্বর) বিকেলে সংগঠনের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টুর সভাপতিত্বে নগরীর দোস্ত বিল্ডিংস্থ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সংগঠনের চট্টগ্রাম মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ সরফরাজ খান চৌধুরী বাবুল প্রধান অতিথি ও কেন্দ্রীয় সহ সাংগঠনিক বেদারুল আলম চৌধুরী বেদার প্রধান বক্তা ছিলেন।

জেলার সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় আলোচনায় অংশনেন সহসভাপতি ফোরকান উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা গৌরী শংকর চৌধুরী, মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, মুক্তিযোদ্ধা ভরত চন্দ্র বড়ুয়া, মুক্তিযোদ্ধা নুরুল আমীন।

সংগঠনের জেলা ও নেতৃবৃন্দের মধ্যে মোহাম্মদ সেলিম চৌধুরী, সাহেদ মুরাদ শাকু, এডভোকেট সাইফুন্নাহার খুশী,মোঃ জসীম উদ্দিন,ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া,মনোয়ার জাহান মনি, ডাঃ ফজলুল হক সিদ্দিকী,পংকজ রায়, নুরুল হুদা চৌধুরী, কামাল হোসেন রিজভী, ডাঃ চন্দন দত্ত,মোজাম্মেল হক মনি, ইয়াসির আরাফাত, রঘুনাথ মজুমদার, এডভোকেট সৈকত দাশগুপ্ত, ফারজানা আকতার মিলা, দীপন দাশ, মোরশেদ আহমেদ, ইব্রাহিম চৌধুরী, নবী হোসেন সালাউদ্দিন, মুস্তাফিজুর রহমান বিপ্লব, আবু তালেব সানী, ইকবাল হোসেন সুমন,আজিম সিকদার, মোঃ ফয়সাল,ইসমে আজিম আসিফ, ইঞ্জিনিয়ার এয়াকুব মুন্না, ভাস্কর দেব,এস এম রাফি,আমানউল্লাহ মানিক,ইফতেখার আহমেদ,অপু ধর,মোহাম্মদ নূর,রুবেল ধর,মোঃ আনোয়ার, মোহাম্মদ আবীর,জসীম উদ্দিন,মোঃ জোবায়ের, আবছার হোসেন, মোহাম্মদ হোসেন প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *