ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ির সৈয়দ বাড়ী দরবার শরীফের প্রতিষ্টাতা অধ্যক্ষ আল্লামা সৈয়দ শামসুল হুদা (রহ.) এর ২৫ তম বার্ষিক ওরশ শরীফ গতকাল মঙ্গলবার সারাদিন নানান আনুষ্টানিকতায় সম্পন্ন হয়েছে।
ওরশ উপলক্ষে সকালে দিনব্যাপী গাউছিয়া সমিতি ও গাউছিয়া যুব সমিতি বাংলাদেশর উদ্যোগে পবিত্র খতমে কুরআন-খতমে বোখারী, ফ্রি চিকিৎসা ক্যাম্প, বিনামূল্যে ঔষধ বিতরণ, কর্ণ ছেদন, খৎনা, রক্তদান ও রক্ত গ্রুপ নির্ণয়সহ নানা কর্মসূচির উদ্ভোধন করেন সাজ্জাদানশীন ও আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা সৈয়দ মুহাম্মদ মছিহুদ্দৌলার (মুজিআ)। এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ডের প্রজেক্ট ডিরেক্টর ও রোটারি ক্লাব অব চিটাগাং খুলশীর সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান ইঞ্জিনিয়ার মুহাম্মদ মতিউর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, রোটারিয়ান মুহাম্মদ ওমর আলী ফয়সাল, রোটারিয়ান মুহাম্মদ আসাদুল হক, রোটারিয়ান আবু মুহাম্মদ তৌছিফ রেজা, রোটারিয়ান শাহাদাত হোসেন, আলহাজ্ব জিয়াউদ্দিন জিয়া, মুহাম্মদ আবুল মুনসুর সিকদার, ডাঃ মোহাম্মদ শফিউল আজম। প্রধান অতিথি রোটারিয়ান ইঞ্জিনিয়ার মুহাম্মদ মতিউর রহমান বলেন, সূফিজম নতুন কিছু নয়; ইসলামের মৌলিক মানবতাবাদী দর্শনের পথে মানুষকে আহবান করাই সূফিজম।
একজন সুফির প্রধান উদ্দেশ্য হলো জিকির-আজকার বা ধ্যানের মাধ্যমে আল্লাহ তায়ালার নৈকট্য হাসিল করা এবং সর্বোত্তম উপায়ে তার সৃষ্টিজগতের সেবা করা। কেননা সৃষ্টিজগতের সেবা করার মাধ্যমেই সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করা যায়।
এজন্য বলা হয়, খিদমতে খালক খিদমতে খোদা হ্যায়। একই কারণে সুফিরা হলেন আল্লাহর রসুল (দ.)-এর মহান ব্যক্তিত্বের রোল মডেল ও আদর্শ স্বরূপ। তিনি আরো বলেন, হযরত শামসুল হুদা (রহ.) শুধু আল্লাহর মকবুল প্রিয় বান্দাই ছিলেন না, বরং তিনি একজন সমাজ ও শিক্ষা হিতৈষী ব্যক্তিত্বও ছিলেন। সভাপতির বক্তব্যে সাজ্জাদনশীন আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা বলেন, অধ্যক্ষ শামসুল হুদার (রহ.) জীবন ও কর্ম তাঁর অগণিত ভক্ত-মুরীদদের পথ-নির্দেশক। তাঁর দেখানো পথেই সৈয়দ বাড়ি দরবার মাযহাব-মিল্লাতের খেদমতের পাশাপাশি মানবসেবায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিকালে অধ্যক্ষ হযরত সৈয়দ মুহাম্মদ শামসুল হুদা (রহ.) এর কর্মজীবনীর উপর আলোচনা সভা তকরীর করেন আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী, বালাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মন্নান প্রমুখ।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা মোস্তফা মোল্লা, মুহাম্মদ সেলিম উদ্দিন, মাস্টার আবুল বশর, ডা. মুহাম্মদ শফিউল আজম, মুহাম্মদ শাহ্ জালাল, বিশিষ্ট সংগঠক মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মুহাম্মদ মিজানুর রহমান, মুহাম্মদ হাসান, মুহাম্মদ নুরুল হাকিম, মুহাম্মদ আরমান, মুহাম্মদ সুমন, মুহাম্মদ ফয়েজ, মুহাম্মদ নাছির, মুহাম্মদ বেলাল প্রমূখ। রোটারী ক্লাব অব চিটাগাং সুগন্ধা শাখা ও রোটারী ক্লাব অব চিটাগাং এর অয়োজনে এবং গাউছিয়া সমিতি ও গাউছিয়া যুব সমিতি বাংলাদেশ তত্ববধায়নে ফটিকছড়ি ব্লাড ডোনার্স ক্লাবের সহযোগীতায় ক্যাম্পেইনে প্রায় শতাধিক রোগী বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা সেবা, শতাধিক কন্যাসন্তানের কর্ণ ছেদন, প্রায় ৫০০ শতাধিক রক্তের গ্রুপ নির্ণয় করেন এবং আগত ভক্ত আশেকানদের মাঝে মাস্ক বিতরণ করেন।
২৪ঘণ্টা/এন এম রানা
Leave a Reply