সীতাকুণ্ড প্রতিনিধি : আর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)’র ভাইস চ্যান্সলর প্রফসর কে.এম. গোলাম মহিউদ্দিন বলছন, বিজয়ের ৪৯ বছরেও সাম্য প্রতিষ্ঠা হয়নি। মুক্তিযুদ্ধ অংশগ্রহণকারী অগণিত মেহনতি মানুষের ভাগ্য বদলায়নি। তাদের উন্নতি না হলে দেশর অর্থনৈতিক মুক্তি আসব না। তবে ৪৯ বছরে আমাদর অর্জন অনেক। দারিদ্র্যর হার আশি-নব্বই শতাংশ থেকে একুশ শতাংশ চলে এসেছে, বীর সেনাবাহিনী বাংলাদশের দারুণ ব্রান্ডিং করেছে, রপ্তানীতে ব্যাপক অগ্রগতি, বিদেশের শ্রম বাজার এমন কি আমাদের শিক্ষিত-উচ্চ শিক্ষিত জনশক্তির ব্যাপক চাহিদা সৃষ্টি হওয়া এবং সর্বশষে পদ্মা সেতু নির্মাণ এসব আমাদের অনেক বড় অর্জন। জাতি হিসাবে বিশ্বে আমরা একটা স্থান করে নিয়েছি। সমৃদ্ধির নানা সূচকে আমরা অনেক এগিয়ে আছি।
১৬ ডিসেম্বর (বুধবার) সকালে আইআইইউসি আয়োজিত বিজয় দিবসের এক ভার্চুয়াল আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রফেসর কে.এম গোলাম মহিউদ্দিন এ কথা বলেন।
আইআইইউসি’র প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর সভাপতিত্ব অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাব বক্তব্য রাখন, আইআইইউসি’র ট্রেজারার প্রফেসর ড. আবদুল হামিদ চৌধুরী। বক্তব্য রাখেন আইকিউএসি’র ডিরেক্টর প্রফেসর ড. মোঃ দেলোয়ার হাসান এবং শরীয়াহ অনুষদের ডীন প্রফেসর ড. শাকের আলম শাওন।
স্বাগত বক্তব্য রাখেন আইআইইউসি’র রেজিস্ট্রার কর্নেল মোহাম্মদ কাসেম পিএসসি (অবঃ)।
অনুষ্ঠান আবৃত্তি পরিবশন করেন আইআইইউসি’র সহকারী পরিচালক (জনসংযাগ) দেশবরণ্য আবৃত্তি শিল্পী মোসতাক খোন্দকার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন স্টুডেন্ট এ্যাফেয়ার্স ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মামুনুর রশীদ ও অতিরিক্ত পরিচালক কবি, গীতিকার ও বাচিক শিল্পী চৌধুরী গোলাম মাওলা।
প্রধান অতিথির বক্তব্য ভাইস চ্যান্সেলর প্রফেসর কে.এম গোলাম মহিউদ্দিন বলেন, বঙ্গবন্ধুর সাহসী রাজনৌতিক দূরদর্শীতা জাতিকে বিজয়ের স্বাদ এনে দিয়েছিল।
সভাপতির বক্তব্য আইআইইউসি’র প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, বঙ্গবন্ধুর নামেই জাতি ঐক্যবদ্ধ হয়েছিল এবং যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।
২৪ ঘণ্টা/দুলু
Leave a Reply