লোহাগাড়ায় বিজয় দিবসে আ’লীগের আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলী অর্পণ

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : নানা কর্মসুচির পালনের মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন করেছে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ।

এ উপলক্ষে ১৬ ডিসেম্বর (বুধবার) সকাল ১০টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ এবং একইদিন সন্ধ্যা সাড়ে ৫টায় উপজেলা পাবলিক হলে মহান বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া- লোহাগাড়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড .আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।

এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক গোলাম ফারুক ডলার। প্রধান বক্তা ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু।

লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় এ আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্রীনিবাস দাশ সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ বেঙ্গল, কোষাধ্যক্ষ মুক্তিযোদ্ধা হাজ্বী মাহমুদুল হক, কার্যনির্বাহী সদস্য এসএম আব্দুল জব্বার, সলিল কান্তি বড়ুয়া, এইচ এম গণি সম্রাট, পদুয়া ইউপি চেয়ারম্যান জহির উদ্দিন, চরম্বা ইউপি চেয়ারম্যান মাস্টার শফিকুর রহমান, মামুন-উর রশিদ চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিয়া মো : শাহজাহান, সদস্য নুরুল আলম জিকু, লোহাগাড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজত উল্লাহ, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরুল হক, পদুযা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবচার আহমদ, চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসহাব উদ্দিন, আধুনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহমদ, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি মিজানুর রহমান মিজান, বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এইচএম ইউসুফ কবির ও উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম আসিফুর রহমান চৌধুরী প্রমুখ।

এদিকে, সকাল ১০টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরুসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ ও কৃষক লীগের নেতৃবৃন্দ।

২৪ ঘণ্টা/আজাদ

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *