খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি সদরের বলপাইয়া আদাম এলাকায় ডাকাতি করতে ঢুকে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার চার্জশীট আদালতে প্রদান করেছে পুলিশ।
শুক্রবার সকালে খাগড়াছড়ির কোর্ট পরিদর্শক আব্দুল জব্বারের কাছে আলোচিত এ মামলার চার্জশীট ও আলামত প্রদান করেন তদন্তকারী কর্মকর্তা গোলাম আপছার।
খাগড়াছড়ির পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার আব্দুল আজিজ।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে মামলা হলেও পুলিশ সবাইকে শনাক্ত করে ৭ জনকে গ্রেফতার করেছে। অপর দুই আসামীকে ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে ৯ আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশীট প্রদান করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর রাতে খাগড়াছড়ি সদরের বলপাইয়া আদাম এলাকায় ডাকাতি করতে ঢুকে প্রতিবন্ধী এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করে ডাকাত দল। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে অজ্ঞাত ৯ জনকে আসামী করে সদর থানায় মামলা করেন। চট্টগ্রাম ও খাগড়াছড়ির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ৭ জনকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া ৭ আসামী কারাগারে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
২৪ ঘণ্টা/প্রদীপ চৌধুরী
Leave a Reply