সীতাকুণ্ডের বাড়বকুণ্ড থেকে মদসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক

সীতাকুণ্ডে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার (১ নভেম্বর) সকালে উপজেলার বাড়বকুণ্ড থেকে তাদেরকে আটক করা হয়।

তিনজনকেই আদালতে পাঠানো হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

সীতাকুণ্ড মডেল থানার এসআই মোঃ আবুল বাশার বলেন, বাড়বকুণ্ড এলাকায় মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহষ্পতিবার রাত ১২টার দিকে সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে ১০লিটার বাংলা মদসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে, বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহমুদা গ্রামের দিঘীনামা কাপ্তান বাড়ি এলাকার আব্দুল মজিদের ছেলে সাইফুল(৩৭) একই ইউনিয়নের দাড়ালীয়া ফকির মিস্ত্রির বাড়ির হারেছ আহম্মদের ছেলে আমজাদ হোসেন (২০) এবং
মুরাদপুর ইউনিয়নের গুপ্তাখালি এলাকার আমির হোসেনের ছেলে তৌহিদ প্রকাশ আলতাফ(৩০)।

তাদের বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় একাদিক মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা যায়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *