আওয়ামী লীগ ভোট ডাকাতির সংস্কৃতি সৃষ্টি করেছে : ডা. শাহাদাত

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও চসিক নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, আওয়ামীলীগ ভোট ডাকাতি সংস্কৃতি সৃষ্টি করেছে। বিগত ১২ বছরে আওয়ামীলীগ একটি নির্বাচন ও সুষ্ঠু করতে পারেনি। বর্তমান সরকার দে‌শের জনগ‌নের উপর আস্থা হা‌রি‌য়ে মাস্তান নির্ভর হ‌য়ে গণতন্ত্র বাদ দি‌য়ে একদলীয় শাসন কা‌য়েম করে‌ছে। আজ‌কে তারা সন্ত্রাস নিভর্র হ‌য়ে বিএন‌পির নিয়মতা‌ন্ত্রি কর্মসূ‌চি‌তে বাধা দি‌চ্ছে।

বিএন‌পির সভা সমা‌বে‌শে জণ‌শ্রোত দে‌খে তা‌দের অন্তর আত্মা কেঁ‌পে উ‌ঠে। গণতন্ত্রহীন বাংলাদেশে এখন নির্বাচনের নামে খেলা চলছে। এ খেলার মাস্টার মাইন্ড শেখ হাসিনা আর খেলোয়াড় হিসাবে আছে পুলিশ প্রশাসন। নির্লজ্জ রেফারি নির্বাচন কমিশন এখানে হাতের পুতুল। গণভবনের চিরকুটে নির্ধারণ হয় জয়-পরাজয়। যার কারণে এদেশের মালিকানা আর ক্ষমতার পটপরিবর্তনে জনগণের কোন হাত নাই।

শনিবার (১৯ ডিসেম্বর) সন্ধায় নগরীর ২৩ নং পাঠানটুলি ওয়ার্ডে করোনা সুরক্ষা সামগ্রি বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা শাহাদাত হোসেন এসব কথা বলেন।

ডা.শাহাদাত হোসেন আরো বলেন, জনগণের মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার হরণ করে একদলীয় বাকশালী কায়দায় দেশ চলছে। দেশের গণতন্ত্র, স্বাধীনতা গভীর সংকটে। ফ্যা‌সিষ্ট সরকারের অ‌নেক জুলুম নির্যাতন শিকার হ‌য়ে‌ছেন, এবার আমাদের ঘুরে দাঁড়া‌তে হ‌বে। আমরা অ‌নেক কিছু হা‌রি‌য়ে‌ছি, আমাদের হারা‌নোর কিছু নাই। আ‌ন্দোল‌ন ক‌রে বিজয় অর্জন ক‌রে ঘ‌রে ফিরব, অন্যথায় কারাগারে যাব। যতদিন গণতন্ত্র পুনরূদ্ধার হবে না, ভোটাধিকার প্রতিষ্ঠা হবে না এই ফ্যাসিস্ট সরকার ততদিন ক্ষমতায় থাকবে।

প্রধান বক্তা চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, বাংলাদেশের মানুষের এখন নির্বাচনে কোন আগ্রহ নেই। কারণ বিগত দিনগুলোতে আওয়ামী লীগ প্রশাসন ও দলীয় গুন্ডা বাহিনী ব্যবহার করে মানুষের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে। যার কারণে আওয়ামী লীগ ও প্রশাসন নামের আওয়ামী যন্ত্রের উপরে জনগণ আর ভরসা রাখতে পারছে না। এ সরকার একটি অমানবিক, অগতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেছে। দেশকে দিন দিন অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে। দে‌শের কার্যকর রা‌ষ্ট্রে প‌রিণত কর‌তে ও গণতা‌ন্ত্রিক ব্যবস্থা ফি‌রি‌য়ে আন‌তে হ‌লে বিএন‌পির নেতাকর্মী‌দের ত্যাগ শিকা‌রে জণগ‌নের পা‌শে দাঁড়া‌তে হ‌বে।

বিশেষ অতিথির বক্তব্যে নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবু সুফিয়ান বলেন, চ‌সিক নির্বচ‌নে আমাদের ভূল‌ণ্ঠিত গণতন্ত্র ও ভোটা‌ধিকার প্রতিষ্ঠা কর‌তে হ‌বে। জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এই অনির্বাচিত সরকারের বিরুদ্ধে গণ আন্দোলনে রাজপতে নামতে হবে।

২৩ নং উত্তর পাঠানটুলী ওয়ার্ড বিএন‌পির আহবায়ক ও কাউন্সিলর প্রার্থী হাজী মোঃ মহ‌সি‌নের সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্ঠিত মত‌বি‌নিময় সভায় বক্তব্য রা‌খেন চট্টগ্রাম মহানগর বিএন‌পির সি‌ঃ যুগ্ম সম্পাদক এস এম সাইফুল আলম, যুগ্ম সম্পাদক আবদুর হা‌লিম শাহ আলম, ইয়া‌ছিন চৌধুরী লিটন, সাংগঠ‌নিক সম্পাদক মনজুর আলম চৌধুরী মনজু, কামরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক সালাউ‌দ্দিন, ডবলমু‌রিং থানা বিএন‌পির সভাপ‌তি মোঃ সেকান্দর, সাধারণ সম্পাদক হাজী বাদশা মিয়া, নগর বিএন‌পির সহ সম্পাদক মোস্তা‌ফিজুর রহমান বুলু, সদস্য আবুল হা‌শেম, থানা বিএন‌পির সাংগঠ‌নিক সম্পাদক নূর উ‌দ্দিন সো‌হেল, মহিলা সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী খালেদা বোরহান, বিএনপি নেতা মোহাম্মদ হাসেম, আব্দুল হালিম, মোহাম্মদ ইকবাল, নগর যুবদ‌লের সহ সভাপ‌তি ম‌জিবুর রহমান ম‌জিব, আকবর কবির ডিউ, সিরাজুল ইসলাম, মো.আলমগীর, মোহাম্মদ আলী, বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও মহিলা দলের নেতৃবৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *