সীতাকুণ্ডে পাগলীটা মা হয়েছে, বাবা হয়নি কেউ

কামরুল ইসলাম দুলু : সীতাকুণ্ডের ফৌজদার হাট বিআইটিআইডি’র সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি পুত্র সন্তান প্রসব করেছে মানসিক ভারসাম্যহীন এক মহিলা (৩৫)।

শনিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানসিক ভারসাম্যহীন এক মহিলা প্রসব বেদনায় কাতরাচ্ছিল। সড়কের পাশে সন্তান প্রসব করে ওই মহিলা।

এসময় সাহেদ নামের এক চায়ের দোকানদার বিষয়টি ফৌজদারহাট পুলিশ ফাঁড়িতে জানালে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান ফৌজদারহাট ফাঁড়ির আই সি সাহিদুল ইসলাম সফিক। তিনি বাচ্চাটি নিয়ে দ্রুত মা ও নবজাতককে হাসপাতালে নিয়ে যান।

তিনি জানান, পাগলী মা ও নবজাতকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা চমেক হাসপাতালে তিনতলায় ৩২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। তবে দেখে মনে হয়েছে সড়কে সন্তান প্রসব করা মহিলাটি পুরোপুরি ভারসাম্যহীন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *