প.বাকলিয়ায় ঝটিকা পরিদর্শনে চসিক প্রশাসক; মশক নিধনে অভিযান,অলি-গলিতে ওষুধ স্প্রে

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজন আজ রোববার বিকেলে ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড ঝটিকা পরিদর্শনে যান।

তিনি নগরীর দেওয়ান বাজার দিদার মার্কেট এলাকা দিয়ে হেঁটে মৌসুমী আবাসিক হয়ে ডিসি রোড মিয়ার বাপের মসজিদ এলাকা হয়ে চকবাজার ধুনির পোল পর্যন্ত ওয়ার্ডের রাস্তা ঘাট-নালা নর্দমার বিদ্যমান অবস্থা প্রত্যক্ষ করেন।

প্রশাসক দেওয়ান বাজার সিএন্ডবি কলোনী ব্রিজের পাশে চাক্তাই খালে ময়লা আবর্জনা দেখে দুঃখ প্রকাশ করেন। পরিদর্শনকালে তিনি এলাকার মানুষজনের মাঝে করোনা সচেতনতায় সাবান-মাস্ক বিতরণ ও পশ্চিম বাকলিয়া ডিসি রোডের অলি-গলি, নালা, খাল এবং বাসা-বাড়িতে এডাল্টিসাইট (মশার লার্ভা ধ্বংশে) কালো তেলসহ ফগার মেশিনের সাহায্যে মশার ওষুধ ছিটান।

মশার ওষুধ ছিটানোকালে প্রশাসক বলেন, প্রত্যেক ওয়ার্ডের বাসিন্দাদের তাদের নিজ এলাকা ও বাসস্থানের আশপাশ পরিস্কার রাখতে হবে। পরিস্কার পরিচ্ছন্নতা কাজে শুধুমাত্র কর্পোরেশনের ওপর নির্ভর করলে হবে না। নগরবাসীরও পরিস্কার পরিচ্ছন্নতায় নাগরিক দায়িত্ব রয়েছে।

তিনি এলাকার বাসিন্দাদের ময়লা-আবর্জনা কর্পোরেশনের সরবরাহ করা বিনে সংরক্ষণের পর তা চসিকের পরিচ্ছন্ন সেবকদের দিতে বা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে বলেন।

প্রশাসক করনো মহামারি ও মশার প্রজনন ধ্বংসে নগরবাসীর উদ্দেশ্যে বলেন, অপনারা নিজেরা পরিস্কার থাকুন, আপনাদের আশপাশ পরিস্কার রাখুন। এতে নিজে সুরক্ষিত থাকার পাশাপাশি জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষিত থাকবে। তিনি নগরীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নগরবাসীর সহযোগিতা কামনা করেন।

এসময় ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মোহাম্মদ শহিদুল আলম, কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী ফরহাদুল আলম, অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী প্রশাসকের সাথে ছিলেন।

পরে প্রশাসক খোরশেদ আলম সুজন সাবেক সংসদ সদস্য ও সেক্টর কমান্ডার্স ফোরামের সাবেক চেয়ারম্যান প্রয়াত এম কফিল উদ্দীনের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিয়ার বাপের মসজিদস্থ মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং কবর জিয়ারত করেন।

পোর্ট কানেক্টিং-ডিটি রোড অবৈধ পার্কিং মুক্ত করলো চসিক

চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন পোর্ট কানেক্টিং ও ডবলমুরিং থানাধীন ডিটি রোডসহ ফুটপাত অবৈধ দখলমুক্ত করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে আজ রোববার সকালে এক অভিযানে এই দুটি রোড ও ফুটপাতে অবৈধভাবে গাড়ি পার্কিং করার দায়ে ১৩ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের এবং ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারি ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সহায়তা করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *