উচ্চ আদালতের নির্দেশ : লোহাগাড়ায় গুঁড়িয়ে দিল অবৈধ তিন ইটভাটা

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধ তিন ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছে। উচ্চ আদালতের নির্দেশে পরিবেশ অধিদপ্তর ও চট্টগ্রাম জেলা প্রশাসনের যৌথ অভিযানে এ তিন ইটভাটা গুড়িয়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।

আজ সোমবার (২১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত পরিচালিত অভিযানে উপজেলার পদুয়া ইউনিয়নের বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ সংলগ্ন এলাকায় শাহেদের মালিকানাধীন বিএবি, কলাউজান ইউনিয়নের পশ্চিম কলাউজানের মালিপাড়া এলাকায় সরওয়ার কোম্পানির মালিকানাধীন কেবিকে ও আইয়ুব কোম্পানির মালিকানাধীন পিএসবি সহ ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, চট্টগ্রাম মহানগরের পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরী, চট্টগ্রাম জেলার উপ-পরিচালক মোহাম্মদ জমির উদ্দিন ও চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ওমর ফারুক।
অভিযানে ফায়ার সার্ভিস, র‍্যাব-৭ ও চট্টগ্রাম জেলা পুলিশ সার্বিক সহযোগীতা করেন।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন জানান, গত ১৪ ডিসেম্বর লোহাগাড়া উপজেলার সকল অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়ার জন্য হাইকোর্টের নির্দেশনা পেয়েছি । ১ম দিনের অভিযানে পদুয়ায় ১ টি ও কলাউজানে ২টি ইটভাটাসহ মোট তিনটি ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে লোহাগাড়ার আরো ৪১ টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দেয়া হবে।

২৪ ঘণ্টা/এ. কে. আজাদ

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *