রাউজানে এলকোহলযুক্ত হান্টার বিয়ার বিক্রির দায়ে ব্যবসায়ীকে জেল-জরিমানা

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানের মুন্সিরঘাটায় মিষ্টি বিপনী মধুবনের শাখায় এলকোহলযুক্ত হান্টার বিয়ার বিক্রির দায়ে মহিউদ্দিন (৪৫) নামের এক ব্যবসায়ীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকার অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার রাতে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করেন চট্টগ্রাম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. শফিয়ার রহমান।

অভিযানের সময় জব্দকৃত ৫৭ ক্যান হান্টার বিয়ার ধ্বংস করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যাবসায়ী মহিউদ্দিন রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দলিলাবাদ গ্রামের শাহ মুহাম্মদ চৌধুরী বাড়ির মৃত আবদুল লতিফের পুত্র।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, লাইসেন্সছাড়া মধুবনের শো রুমে এলকোহলযুক্ত হান্টার বিয়ার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় জব্দকৃত এলকোহলযুক্ত হান্টার বিয়ার ধ্বংস করা হয়।

২৪ ঘণ্টা/নেজাম

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *