নিজেকে সাজাতে-নারীর পছন্দের তালিকায় শীর্ষে গহনা। সোনা, রুপা, হীরার মতো চড়া দামের গহনার পাশাপাশি অন্যান্য উপাদানে তৈরি গহনাও জনপ্রিয় বহু বছর আগে থেকেই।
আমাদের দেশে দিনে দিনে বৃদ্ধি পেয়েছে সম্পূর্ণ হাতে তৈরি গহনার চাহিদাও। সাধারণত গহনার মূল উদ্দেশ্য নিজের সৌন্দর্যকে আরো একটু বাড়িয়ে নেওয়া। এক্ষেত্রে হাতে তৈরি গহনার বেশ কিছু সুবিধা রয়েছে। এই ধরনের গহনা কাস্টমাইজেশন হয় অর্থাৎ যেমন চাহিদা তেমন করে দেওয়া সম্ভব হয়। রং,নকশা, আকার, হালকাসহ গহনা বিভিন্ন অংশে পরিবর্তন করে নেওয়া যায়।
গত এক বছর যাবদ দেশি গহনাতে নতুন মাত্রা যোগ করতে শীতলপাটির গহনা নিয়ে কাজ করছে চট্টগ্রামের বিচিত্রা। গায়ে হলুদের কনের জন্য৷ শীতলপাটির গহনা আমাদের দেশীয় ঐতিহ্য বহন করে ৷
বিশেষ দিনে নিজেকে দেশি গহনায় সাজাতে চায় তাদের জন্য এটা নতুন মাত্রা যোগ করছে শীতলপাটির গহনা ।
বিচিত্রার সত্ত্বাধিকারী প্রণামী চৌধুরী ২৪ঘন্টা কে বলেন “বাংলাদেশে এই পর্যন্ত গায়ে হলুদের গয়নায় শীতলপাটির গহনা করা হয়নি। বিচিত্রা এই প্রথম এই কাজটি করেছে। বিগত দিনে আমরা অনেক কিছুর সমুখীন হয়েছি। শীতলপাটির গহনা আমাদের সিগনেচার পন্য। এই পন্য নিয়েই আমরা আগামীতে আরো অনেক কিছু করব। ”
দিন দিন এই গহনার বাজার উন্নত হচ্ছে,চাহিদা বাড়ছে। তরুণীদের পছন্দের তালিকায় রয়েছে এখন হাতে তৈরি গহনা। এই পণ্যের প্রচার এবং প্রসার দ্রুত হলে এই পণ্য রপ্তানি করাও সম্ভব। একসময় বিয়ের কনের সাজেও শোভা পাবে হাতে তৈরি গহনা, সেদিন আর বেশি দূরে নয়।
Leave a Reply