ওবায়দুল হক মানিক, আরব আমিরাত প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বুধবার (২৩ ডিসেম্বর) থেকে বিনামূল্যে জনসাধারণকে ফাইজার-বায়ােএনটেকের তৈরি করােনা টিকা প্রদান শুরু করেছে দুবাই সরকার। আজ মঙ্গলবার থেকে টিকা প্রয়ােগ শুরু হওয়ার খবর জানিয়েছে। আমিরাতের দুর্যোগ ও সংকট মােকাবেলার সর্বোচ্চ বিভাগ।
দুবাইয়ের জনসংযােগ বিভাগ জানিয়েছে, ‘বুধবার থেকে করােনা মহমারি প্রতিরােধে টিকা প্রদান শুরু হবে। ফাইজার বায়ােএনটেকের তৈরি টিকা জনসাধারণের জন্য বিনামূল্যে প্রদান করা হবে।
যুক্তরাষ্ট্র ও জার্মান ভিত্তিক ফাইজার-বায়ােএনটেক কম্পানি যৌথ উদ্যোগে করােনা টিকা প্রস্তুত করে।
ইতিমধ্যে তা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরােপীয় দেশসহ ৪৫টির বেশি দেশে অনুমােদন পেয়েছে। করােনা প্রতিরােধে এই টিকা শতকরা ৯৫ ভাগ কার্যকর বলে পরিসংখ্যানে জানা যায়।
Leave a Reply