চট্টগ্রাম মহানগর পুলিশে কর্মরত কনেস্টেবল মো. জহিরুল ইসলাম (৪৪) করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন।
শুক্রবার (২৫ ডিসেম্বর) সকাল ৬টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর কনস্টেবল জহিরুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জহিরুল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিটি স্পেশাল ব্রাঞ্চে কর্মরত ছিলেন।
নগর পুলিশের বিশেষ শাখা থেকে জানা যায়, জহিরুল ১৯৯৬ সালে পুলিশবাহিনীতে যোগ দেন। তাঁর গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের সাহাপুরে। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
আজ বেলা ১১টার দিকে নগরের দামপাড়া পুলিশ লাইনস মাঠে জহিরুলের জানাজা অনুষ্ঠিত হয়। এতে নগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। দাফনের জন্য জহিরুলের মরদেহ তাঁর গ্রামের বাড়িতে পাঠানো হচ্ছে।
পুলিশ কমিশনার জানান, সরকারি দায়িত্ব পালনকালে গত ৬ ডিসেম্বর করোনাভাইরাসে সংক্রমিত হন জহিরুল ইসলাম। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।
এছাড়া তিনি কনস্টেবল জহিরুলের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Leave a Reply