হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : হাটহাজারীতে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে শাহারাত হোসেন নয়ন নামে এক কিশোরকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। অপরাধী নয়ন হাটহাজারী পৌরসভা এলাকার পশ্চিম দেওয়ান নগর সন্দ্বীপ পাড়ার জাহাঙ্গীরের পুত্র।
শুক্রবার ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।
উপজেলা প্রশাসন ও ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, কয়েকমাস ধরে নয়ন এক স্কুলছাত্রীকে আসা যাওয়ার পথে উত্যেক্ত করে আসছিল। অভিযোগ পেয়ে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। আটক নয়ন ঘটনার সত্যতা স্বীকার করে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের কার্যালয়ে অভিযুক্ত ও তার পরিবারের সদস্যদের ডেকে আর করবেনা মর্মে মুচলেকা নিয়ে ভবিষ্যতে করবেনা মর্মে সতর্ক করে পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেয়া হয়।
২৪ ঘণ্টা/কুতুব
Leave a Reply