দুর্নীতি ও ভোট ডাকাতির দায়ে প্রশ্নবিদ্ধ নির্বাচন কমিশন কিভাবে নিরপেক্ষ নির্বাচন করবে সেটা জনমনে প্রশ্ন? ডা.শাহাদাত

চট্টগ্রাম মহানগর বিএন‌পির আহবায়ক ও চ‌সিক নির্বাচ‌নে বি‌এন‌পির মেয়র প্রার্থী ডা.শাহাদাত হো‌সেন ব‌লে‌ছেন, দুর্নীতি ও ভোট ডাকাতির দায়ে প্রশ্নবিদ্ধ নির্বাচন কমিশন কিভাবে নিরপেক্ষ নির্বাচন করবে সেটা জনমনে প্রশ্ন? সরকার, প্রশাসন, নির্বাচন কমিশন নিরপেক্ষ না হলে বাংলাদেশে কখনও সুষ্ঠু, নিরপেক্ষ,অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়।

তি‌নি আজ ২৫ ডি‌সেম্বর শুক্রবার সন্ধ্যায় ৩৬ নং গোসাইলডাঙ্গা ওয়া‌র্ডে ক‌রোনা সুরক্ষা সামগ্রী বিতরণ ও মত‌বি‌নিময় সভায় প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে এসব কথা ব‌লেন।

ডা. শাহাদাত হোসেন বলেছেন, বর্তমানে দেশের গণতন্ত্র সংকটে আছে, নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে। দেশে এখনকোন নির্বাচন নেই, নির্বাচন-নির্বাচন একটা খেলা হয়। প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের অসদাচরণ ও আর্থিক অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেশের বিশিষ্ট ৪২ নাগরিক রাষ্ট্রপতি বরাবর আবেদন করেছেন। সাংবিধানিক পদে অধিষ্ঠিতদের বিরুদ্ধে যখন গুরুতর অভিযোগ আসে তখন তা তদন্তের ক্ষমতা একমাত্র সুপ্রিম কোর্ট জুডিশিয়াল কাউন্সিলের। তাই নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠায় তাদের স্বেচ্ছায় পদত্যাগ করা উচিৎ।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন সরাসরি আর্থিক অনিয়ম, দুর্নীতি ও অসদাচরণে জড়িয়ে পড়েছে, যা আগে কখনো কোনো কমিশন করেনি। এমনকি আগে এ রকম দৃষ্টান্ত দেখা যায়নি। যা আগের সমস্ত রেকর্ড ভঙ্গ করেছে। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। কমিশনাররা প্রতিষ্ঠানটির যে গুরুত্ব, তার অবমাননা করছেন। কমিশনকে কলঙ্কিত করেছেন।

৩৬ নং গোসাইলডাঙ্গা ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ুন কটির সোহেল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু সাঈদ হারূন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বি এন পির যুগ্ন আহবায়ক আলহাজ্ব এমএ আজিজ, ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য কামরুল ইসলাম, কেন্দ্রীয় শ্রমিক দলের উপদেষ্টা শামসুল আলম, আরো উপস্থিত ছিলেন মহা নগর বিএনপি নেতা আব্দুল হাকিম, আব্দুস সবুর , মোঃ শাহজাহান, বন্দর থানা বিএনপি নেতা আবুল মনসুর, কাউন্সিলর প্রার্থী মোঃ হারুন, মোহাম্মদ ইউসুফ, জোবায়ের, মোহাম্মদ হোসেন, ওয়ার্ড বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, শওকত মন্নান, কামরুল ইসলাম, সাইফুল আলম, মোঃ আকতার সৈয়দ, নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সম্পাদক আলী মর্তুজা খান, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, যুবদল নেতা মোহাম্মদ আজম, মোহাম্মদ ইয়াসিন, জাবেদ, ফারুক, কামাল, নগর ছাত্রদলের যুগ্ন সম্পাদক তরিকুল ইসলাম তানভির, ছাত্রদল নেতা হাসান, রাসেল, সাগর, ইমরান, লিটন, রাহুল, অভি প্রমুখ নেতৃবৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *