চট্টগ্রাম নির্বাচন কমিশন অফিসের পাশে ধ্বসে পড়েছে দেয়াল, হতাহত ৩

দেয়াল ধ্বস মৃত্যু ২

চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন অফিসের পাশের খেলার মাঠের একটি দেয়াল ধ্বসে পড়ে হতাহতের ঘটনা ঘটেছে। আজ শনিবার (২৬ ডিসেম্বর) সকালে মাঠে কাজ করার সময় আকস্মিকভাবেই দেয়ালটি ধ্বসে পড়লে হতাহতের ঘটনাটি ঘটে।

এ ঘটনায় ঘটনাস্থলে মো. সালাউদ্দিন (১৮) ও হাসপাতালে নেওয়ার পর আব্দুস শুক্কুর (২২) নামে আরো একজনসহ মোট দুজনের মৃত্যু হয়েছে। আহতহয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে আরো এক নির্মাণ শ্রমিক।

নিহত মোহাম্মদ সালাউদ্দিন নগরীর এনায়েত বাজারের গোয়ালপাড়া রেলওয়ে হাসপাতাল কলোনিতে পরিবার নিয়ে থাকতো। তার পিতার নাম লেদু মিয়া ও মাতার নাম ফিরোজা বেগম।দেয়াল ধ্বস ২

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, নগরীর লাভ লেইন এলাকার আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ের পাশে সেনা বাহিনীর মালিকানাধীন একটি জায়গায় লিজ নিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করছিলেন এক ব্যক্তি। আজ শনিবার (২৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সীমানা প্রাচীরটি ধ্বসে পড়লে দুর্ঘটনাটি ঘটে।দেয়াল ধ্বস ৩

নগরীর কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, নির্বাচন কমিশন অফিসের পাশে একটি খালি জায়গায় কয়েকজন শ্রমিক কাজ করছিল। এসময় দেয়াল ধসে পড়লে ঘটনাস্থলেই এক শ্রমিক নিহত হয়। এসময় আব্দুস শুক্কুরসহ আহত আরো ২জন শ্রমিককে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দেয়াল ধসের ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি মহসীন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, এনায়েত বাজার থেকে দেয়াল ধ্বসে গুরুতর আহত দুই শ্রমিককে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। ২৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শুক্কুর নামে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। অপরজন আশংকামুক্ত বলে তিনি জানান।

এদিকে দেয়াল ধ্বসের ঘটনায় মৃত্যুর ঘটনার খবর পেয়ে নিহতের স্বজনরা ছুটে যায় ঘটনাস্থলে। এসময় পুরো এলাকায় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

২৪ ঘণ্টা/রাজীব

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *