চট্টগ্রাম মহানগরে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার এক মাসের মধ্যে তা ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রিয় ছাত্রদল।
শনিবার (২৬ ডিসেম্বর) রাতে সাইফুল আলমকে আহ্বায়ক ও শরিফুল ইসলাম তুহিনকে সদস্য সচিব করে চট্টগ্রাম নগর ছাত্রদলের ৩৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এই কমিটির অনুমোদন দেন। এই কমিটির মাধ্যমে নগর ছাত্রদলে পঞ্চাশোর্ধ বয়সী গাজী সিরাজ ও বেলায়েত হোসেন বুলুর নেতৃত্বাধীন কমিটি বিলুপ্ত হল।
৩৫ সদস্যের এই কমিটিকে নগরীর সকল থানা, ওয়ার্ড ও কলেজ কমিটি গঠন করে ৯০ দিনের মধ্যে কেন্দ্রীয় সংসদের কাছে জমা দেওয়া নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে ২০১৩ সালে নগর ছাত্রদলের ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছিল। সাড়ে সাত বছর পর চলতি বছরের ৩০ নভেম্বর ছাত্রদলের প্রায় ২০০ বিবাহিত, ব্যবসায়ী ও প্রবাসীদের নিয়ে ২৭২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নানা বিতর্কের জন্ম দেওয়া সেই ২৭২ সদস্যের কমিটি পরে ৫৪৭ সদস্যতে গিয়ে ঠেকে।
নতুন ঘোষিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ১৯ জনকে। তারা হলেন : আসিফ চৌধুরী লিমন, তারিকুল ইসলাম তানভির, সালাউদ্দিন সাহেদ, সামিয়া আমিন চৌধুরী জিসান, জিএম সালাউদ্দিন কাদের আসাদ, মুহাম্মদ আরিফুর রহমান (মাস্টার আরিফ), জহির উদ্দিন বাবর, আরিফুর রহমান মিঠু, শহিদুল ইসলাম সুমন, সাব্বির আহমেদ, এম এ হাসান বাপ্পা, রাজিবুল হক বাপ্পি, মাহমুদুর রহমান বাবু, ইসমাইল হোসেন, মোহাম্মদ আনাস, জাহিদ হোসেন খান যশি, নূর নবী (মহররম), নুর জাফর নাঈম রাহুল এবং ফখরুল ইসলাম শাহীন।
কমিটির ১৪ জন সদস্য হলেন : নজরুল ইসলাম, শামসুদ্দিন শামসু, ইমরান হোসেন বাপ্পি, আবু কাউসার, শাহরিয়ার আহমেদ, আল মামুন সাদ্দাম, দেলোয়ার হোসেন শিশির, তারেক আজিজ বিপ্লব, মাহামুদুল হাসান রাজু, কামরুল হাসান আকাশ, এনামুল হক, আবুল হাসনাত জুয়েল, আব্বাস উদ্দিন, রকি উদ্দিন পিচ্চি।
Leave a Reply