খাগড়াছড়ি: রাঙ্গামাটির সাজেক থেকে বান্দরবানের থানছি। পাহাড়ী আঁকাবাঁকা এই যাত্রা পথ প্রায় ৩০০ কিলোমিটার। আগামী ২৮ ডিসেম্বর থেকে দেশের বাছাইকৃত ১০০ সাইক্লিস্ট অংশ নেবে বঙ্গবন্ধু ট্যুর ডি সিএইচটি এমটিবি চ্যালেঞ্জে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।
প্রতিযোগীতার সার্বিক সহযোগীতা করছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন।
ইতিমধ্যে শেষ হয়েছে রেজিস্ট্রেশন কার্যক্রম। এখন চলছে যাচাই বাছাইয়ের কাজ। সেখান থেকে মোট ১০০ প্রতিযোগী নির্বাচন করা হবে। নির্বাচিতরা আগামী ২৮ ডিসেম্বর সাজেক থেকে ৩দিনে প্রায় ৩০০ কিলোমিটার দুরত্ব অতিক্রম করবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রথম ধাপে প্রতিযোগীরা ২৮ ডিসেম্বর সাজেক থেকে রাঙ্গামাটি পর্যন্ত ১৩০ কিলোমিটার পাহাড়ী পথ অতিক্রম করবে। দ্বিতীয় ধাপে রাঙ্গামাটি থেকে বান্দরবান পর্যন্ত ৯০ কিলোমিটার অতিক্রম করবে এবং শেষ দিন ৩০ ডিসেম্বর বান্দরবান থেকে থানছি পর্যন্ত ৮০ কিলোমিটার অতিক্রম করার মধ্য দিয়ে শেষ হবে প্রতিযোগীতা।
প্রতিযোগীতায় পুরস্কার হিসেবে চ্যাম্পিয়নকে ৩ লক্ষ টাকা, প্রথম রানারআপকে ২ লক্ষ টাকা দ্বিতীয় রানারআপকে ১লক্ষ টাকা এবং বিশেষ পুরস্কার হিসেবে ১লক্ষ টাকা প্রদান করা হবে। এছাড়ও অংশ নেয়া প্রতিযোগীদের সার্টিফিকেট, ম্যাডেল দেয়া হবে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এবং বাংলাদেশ অ্যাডভেঞ্জার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট নব বিক্রম কিশোর ত্রিপুরা জানান, এবারের আয়োজন আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করেছি। মূলত বাংলাদেশের ক্রীড়া পর্যটনশিল্পের উন্নয়নে ও মাউন্টেন বেইজড অ্যাডভেঞ্চার কার্যক্রম উদ্বুদ্ধ করতে আমরা এই প্রতিযোগীতার আয়োজন করে থাকি। স্থানীয় ও জাতীয় মিলে ১০০ প্রতিযোগী এতে অংশ নেনে। যথেষ্ট স্বাস্থ্যবিধি মেনে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ২০১৮ সাল থেকে এই প্রতিযোগীতার আয়োজন করে আসছে বাংলাদেশ অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন।
২৪ ঘণ্টা/প্রদীপ
Leave a Reply