নাশকতার মামলায় চট্টগ্রামের বাকলিয়া থানা জামায়াতের আমির আবুল মনসুরকে তার চার সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২ নভেম্বর) ভোরে বাকলিয়া থানা এলাকার আবুল মনসুরের বাসায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।
তথ্যটি নিশ্চিত করে বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, বাকলিয়া থানা জামায়াতের আমীর আবুল মনসুরের বিরুদ্ধে নাশকতার চেষ্টাসহ বিভিন্ন অভিযোগে ৫/৬টি মামলা রয়েছে।
শনিবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে তার বাসায় বাকলিয়া থানা পুলিশের একটি অভিযান চালায়। এসময় তার চার সহযোগীসহ তাকে গ্রেফতার করে পুলিশ।
Leave a Reply