রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : গলায় ঝুলানো জবস টিভি ও দেশকাল পত্রিকার কার্ড। বহনকারী মাইক্রোবাসে দৈনিক বর্তমান কথা ও দেশটিভি বাংলার স্টিকার লাগানো। সাংবাদিক পরিচয় দিয়ে সোমবার রাউজান পৌর এলাকার ৯ নং ওয়ার্ডে গিয়ে বেশ কয়েকটি ইটভাটায় গাড়ী নিয়ে ডুকে নিউজ করার ভয় দেখিয়ে মোটা অংকের চাঁদা দাবী করে। শেষমেষ নগদ ২ হাজার টাকা ও বিকাশে ১০ হাজার টাকা প্রদান করে ইটভাটা কর্তৃপক্ষ বিষয়টি সন্দেহজনক মনে করে পুলিশকে অবহিত করলে রাউজান থানা পুলিশ সাংবাদিক পরিচয়ধারী চারজনকে আটক করে রাউজান থানায় নিয়ে আসে।
আটককৃতরা মায়মনসিংহ জেলার শাপলা থানার খোকন আলীর ছেলে আল আমিন আহমেদ (৩৫), একই জেলার গফরগাঁও থানার সিরাজুল ইসলামের মেয়ে আরিফা আফরোজ (২০), একই জেলার বালুকা থানার সৈয়দ আবদুর জব্বারের মেয়ে সৈয়দা জবা (২২), একই এলাকার মাছুম হাসান (৩৫), গাড়ি চালক কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার হাশেম মজুমদারের ছেলে ইলিয়াছ মজুমদার (৫৫)।
আটকের পর রাঙ্গুনিয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম ও রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুনের কাছে চাঁদাবাজিসহ গাড়ীতে দেশটিভি বাংলাসহ ভুয়া স্টিকার লাগানোর বিষয়টি স্বীকার করেন। নিজেকে সাংবাদিক দাবী করলেও এক সময় পুলিশের কাছে আটকদের একজন স্বীকার করে তার শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পর্যন্ত।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে সহকারি পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) আনোয়ার হোসেন শামীম বলেন, চার কথিত সাংবাদিকসহ ৫ জনকে চাঁদাবাজির অভিযোগে আটক করা হয়েছে। এই ঘটনায় ব্যবহৃত মাইক্রো (চট্টমেট্রা-চ-১১-৪৪৩৫) জব্দ করা হয়। তাদের কাছ থেকে বিভিন্ন টিভি ও পত্রিকার পরিচয়পত্র ও ভিজিটিং কার্ড জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজির বিষয়টি স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, আটককৃত পাঁচজন মিলে সাংবাদিক পরিচয় দিয়ে রাউজানের
একাধিক ইটভাটা থেকে চাঁদাবাজি করেছে। তাদের বিরুদ্ধে রাউজান থানায় মামলার প্রস্তুতি চলছে।
২৪ ঘণ্টা/নেজাম
Leave a Reply