চট্টগ্রাম মহানগর ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের সাথে নগর বিএনপি নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে নগর বিএনপির সভা চলাকালে এই সাক্ষাৎ হয়।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চসিক মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান।
ছাত্রদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, নগর ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, যুগ্ম-আহবায়ক আসিফ চৌধুরি লিমন, জি এম সালাউদ্দিন কাদের আসাদ, মাস্টার আরিফ, আরিফুর রহমান মিঠু, সাব্বির আহমেদ, এম এ হাসান বাপ্পা, রাজিবুল হক বাপ্পি, মোহাম্মদ আনাস, জাহিদ হোসেন খান জ্যোতি, নুরজাহান রাহুল,ফখরুল ইসলাম শাহীন। সদস্য আবু কাওসার, মাহমুদুল হাসান রাজু, এনামুল হক, আবুল হাসনাত জুয়েল প্রমুখ।
এসময় ডা. শাহাদাত হোসেন বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল হচ্ছে আন্দোলন সংগ্রামের অন্যতম কান্ডারী। স্বৈরাচারী সরকার বিরুদ্ধে আন্দোলন করতে গেলে ছাত্রদলের বিকল্প নেই। ছাত্র আন্দোলনের ফলে ৫২ ভাষা আন্দোলন একাত্তরের স্বাধীনতা যুদ্ধ, ৯০ এর স্বৈরাচারের পতন হয়েছে। আগামীতেও অবৈধ শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনে ছাত্রদলকে শক্তিশালী ভুমিকা পালন করতে হবে।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তোমাদের উপর যে আস্থা রেখে কমিটি দিয়েছে তার প্রতিদান তোমাদেরকে দিতে হবে। তিনি নতুন কমিটির নেতৃবৃন্দ কে ওয়ার্ড থেকে শুরু করে ছাত্রদল কে শক্তিশালী করার আহ্বান জানান।
পরে চট্টগ্রাম মহানগর বিএনপির নেতৃবৃন্দ নবগঠিত ছাত্রদলের কমিটিতে ফুল দিয়ে বরণ করে নেন।
Leave a Reply