সাঈদ খোকনসহ ৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনসহ সাত জনের বিরুদ্ধে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ এনে মামলার আবেদন করা হয়েছে।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে এই মামলার আবেদন করেন মার্কেটের দোকান মালিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন দুলু।

একই দিন দুপুরেই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালতে মামলার গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানি হবে বলে জানা গেছে।

ওই মামলায় সাঈদ খোকনসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে বলে জানা গেছে।

রাজধানীর গুলিস্তানের ফুলবাড়ীয়া সুপার মার্কেট-২ এর নকশা বহির্ভূত দোকান ৯১১টি দোকান চিহ্নিত করে গত ৮ ডিসেম্বর তা ভাঙতে অভিযান শুরু করে ডিএসসিসি।

ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, দোকানের বৈধতা পেতে সাঈদ খোকন মেয়র থাকার সময়ে দোকান প্রতি পাঁচ থেকে ১০ লাখ টাকা দিয়েছেন তারা। অনেক ব্যবসায়ীর অভিযোগ, টাকা দেওয়ার পরও সে সময় দোকানের বৈধতা পাননি তারা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *