লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : লোহাগাড়ায় মোহাম্মদ এহেছান (২৪) নামের এক ফার্নিচার ব্যবসায়ীকে চুরিকাঘাত করে এক লাখ টাকা ছিনতাই করে নিয়ে যাওয়ার সংবাদ পাওয়া গেছে।
আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাত ৭টার দিকে উপজেলার বড়হাতিয়া দানেশ সিকদার পাড়া সংলগ্ন আধুনগর উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশে আমতলী তারেক সিকদার পাড়া সড়কে এ ঘটনাটি ঘটে।
তিনি উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের রাজা মিয়া পাড়ার ব্যবসায়ী মো: ইউসুফ সওদাগরের ছেলে। স্থানীয় বড়হাতিয়া ইউপি সদস্য মো: আব্দুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় মো: সেলিম উদ্দিন জানান, বাড়ি থেকে লোহাগাড়া সদর স্টেশনে যাওয়ার পথে রাস্তার পাশে এক যুবককে চিৎকার করতে শুনে এগিয়ে যায়। এ সময় চুরিকাঘাত অবস্থায় দেখতে পেয়ে আশপাশের লোকজনকে ডেকে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যায়।
স্থানীয় সুত্রে জানা যায়, ঘটনার দিন এহেছান বাঁশখালী থেকে টাকা নিয়ে বাড়ি ফিরেন। পরে বাড়ি থেকে টাকা নিয়ে আধুনগর খাঁনহাট বাজারে তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে পূর্ব থেকে উৎপেতে থাকা দূর্বৃত্তরা তাঁকে বুকে ও পায়ে চুরিকাঘাত করে সাথে থাকা এক লাখ টাকা ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়।
এহসানের পিতা ইউসুফ সওদাগর জানান, তাঁর ছেলে বাড়ি থেকে ১ লাখ টাকা নিয়ে আধুনগর খাঁনহাট বাজারে ফার্ণিচারের দোকানে যাচ্ছিল। এ সময় পথেই তাকে চুরিকাঘাত করে তাঁর কাছে থাকা টাকা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলা সদরের একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সে বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
লোহাগাড়া থানর অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকের হোসাইন মাহমুদ জানান, চুরিকাঘাত করে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের খবরটি জানার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়েছি। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
২৪ ঘণ্টা/এ. কে. আজাদ
Leave a Reply