ফলদ বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে ৫’শ ১২ কি:মি: পায়ে হেঁটে খাগড়াছড়িতে ত্রিশালের সাহসী পদযাত্রীরা

খাগড়াছড়ি প্রতিনিধি : ফলদ বৃক্ষরোপনে উদ্বুদ্ধ এবং পরিবেশ বিরোধী বৃক্ষ রোপনে নিরুৎসাহিত করতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফলদ বাংলাদেশ’ এর ৫’শ ১২ কিলোমিটার পদযাত্রা (পায়ে হেঁটে) খাগড়াছড়িতে শেষ হয়েছে। পদযাত্রার ১৬তম দিনে বৃহস্পতিবার দুপুর ১২টায় খাগড়াছড়ি শহীদ মিনারে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে পদযাত্রার সমাপ্তি ঘোষণা করা হয়।

এরআগে জাতীয় পতাকা হাতে নিয়ে একদল শিক্ষক-শিক্ষার্থী শহীদ মিনারে প্রবেশ করেন এবং সম্মিলিতভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
১৬ ডিসেম্বর ময়মনসিংহ জেলার ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল এই পদযাত্রা। পথে তাঁরা ৭টি জেলা এবং ২৪টি উপজেলাসহ দেড় শতাধিক বাজারে ক্যাম্পেইন করেন।

বুধবার দুপুর ২টায় খাগড়াছড়ি এসে পৌঁছালে পদযাত্রাকারীদের বরণ করে নেন জেলার পরিবেশকর্মী ও ফলদবাগান মালিকরা।

পদযাত্রাকারী দলের মিডিয়া সমন্বয়ক হুমায়ুন কবির টুটুল জানান, বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর ময়মনসিংহের ত্রিশাল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কৃষি বিশ্ববিদ্যালয় থেকে তাঁরা খাগড়াছড়ি অভিমুখে যাত্রা শুরু করেন। ৭ জেলা ও ২৬ উপজেলার ৫১২ কিলোমিটার পথ অতিক্রম করে তারা খাগড়াছড়িতে এসেছেন। আগামীকাল সকাল ১১ টায় খাগড়াছড়ির কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও প্রতীকী বৃক্ষ রোপণের মধ্যে দিয়ে শেষ হবে পদযাত্রার।

গাছের গুরুত্ব, উপকারিতা ও পরিবেশ সুরক্ষায় বৃক্ষের অবদান সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষে ২০১০ সাল থেকে ব্যতিক্রমী এ কার্যক্রম করে যাচ্ছে সংগঠনটি। প্রতিবছর বর্ষার আগে পদযাত্রা করে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করা হলেও এবছর করোনা পরিস্থিতির কারণে তা এ সময়ে করা হয়েছে।

২৪ ঘণ্টা/প্রদীপ চৌধুরী

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *