চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতৃত্বে আবারও আব্বাস-ফরিদ

চট্টগ্রাম প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির ২০২১-২২ মেয়াদের নির্বাচনে আবারো সভাপতি পদে আলী আব্বাস ও সাধারণ সম্পাদক পদে ফরিদ উদ্দিন চৌধুরী বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাত সোয়া ৮ টায় এ ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার সাংবাদিক ওমর কায়সার। এর আগে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।

এবারের নির্বাচনে ১৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বীতা করেন ৩১ জন প্রার্থী। ঘোষিত ফলাফলে সভাপতি পদে এটিএন বাংলা চট্টগ্রাম বিভাগীয় প্রধান আলী আব্বাস ১৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ প্রতিদিনের রিয়াজ হায়দার চৌধুরী পেয়েছেন ৭০ ভোট। সাধারণ সম্পাদক পদে চ্যানেল আইয়ের ব্যুরো প্রধান ফরিদ উদ্দিন চৌধুরী সর্বোচ্চ ১৮০ ভোট পেয়ে দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মহসিন কাজী পেয়েছেন ৫৯ ভোট।

এছাড়াও সিনিয়র সহ সভাপতি পদে সালাহউদ্দিন রেজা ১৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, সহ সভাপতি পদে স ম ইব্রাহিম ১০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

যুগ্ম সম্পাদক পদে ১০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম, অর্থ সম্পাদক পদে ১৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রাশেদ মাহমুদ, ১১৫ ভোট পেয়ে সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নাসির উদ্দিন হায়দার, ১৩৯ ভোট পেয়ে ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন দেবাশীষ বড়ুয়া।

গ্রন্থাগার সম্পাদক পদে মিন্টু চৌধুরী, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক পদে আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আলীউর রহমান জয়ী হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন শহীদুল্লাহ শাহরিয়ার, মোয়াজ্জেমুল হক, দেবদুলাল ভৌমিক, মনজুর কাদের মনজু।

এর আগে গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন ও বিকেলে দ্বি-বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *