আমিরহাটে ঈদে মিলাদুন্নবী (দঃ) মাহফিল অনুষ্ঠিত

রাউজান আমিরহাট হযরত এয়াছিনশাহ্ অটোরিকশা (সিএনজি) সমিতির ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) মাহফিল হাজী রহমানিয়া মার্কেটে অনুষ্ঠিত হয়।

ইহরাম হজ্ব কাফেলার পরিচালক আলহাজ্ব মাওলানা গোলাম মোস্তফা শায়েস্তাা খান আল আযহারীর সভাপতিত্বে এতে উদ্বোধক ছিলেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা এম বেলাল উদ্দিন।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমিরহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আওয়ামীলীগ নেতা এস এম বাবর, হলদিয়া ইউনিয়ন আ.লীগের যুগ্ন সম্পাদক মোহাম্মদ জিয়াউল হক চৌধুরী সুমন।

এতে তকরির করেন হাটহাজারী ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল মাদ্রাসার অধ্যাপক আল্লামা কাজী মুহাম্মদ শফিউল আজম আল কাদেরী, রাউজান পূর্ব গুজরা মোহাম্মদীয়া সিনিয়র মাদ্রাসার আরবী মুদাররিস মাওলানা ছালামত রেজা কাদেরী।

এতে নাতে রাসুল পরিবেশন করবেন জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলীয়ার শিক্ষার্থী শায়ের মোহাম্মদ মিনহাজ্ব উদ্দীন। এতে উপস্থিত ছিলেন ব্যবসায়ী সৈয়দ কামাল উদ্দিন, মাওলানা ইকবাল হোসেন, হাফেজ ওমর ফারুক, তাজ মুহাম্মদ রেজভী, মাওলানা আবু ছালেহ, মুহাম্মদ কুতুব উদ্দিন, সমিতির পক্ষে সভাপতি মোহাম্মদ মমতাজ ড্রাইভার, মো.জহুর মেম্বার, মো.মান্নান, মো.আবছার, মো. নাজিম উদ্দিন মাইজভান্ডারী, হিসাব রক্ষক মো.জাহেদ, ড্রাইভার মো. কামাল, মো. দুলাল, মো.কামাল মাইজভান্ডারী, লাইনম্যান মো. সরোয়ার সহ সমিতিরি কর্মকর্তাবৃন্দ।

পরে মিলাদ মোনাজাত ও তাবরুক বিতরন করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *