পটিয়ায় জাতীয় সমবায় দিবস পালিত

চট্টগ্রামের পটিয়ায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে পটিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ (২রা নভেম্বর) শনিবার সকালে পালিত হয়েছে। ৪৮তম সমবায় দিবস উপলক্ষে এবার ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ শীর্র্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী।

এতে বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, সহকারী কমিশনার (ভুমি) সাব্বির রহমান সানি, পটিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, পটিয়া পৌরসভা আ’লীগ সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এমএনএ নাছির, পটিয়া উপজেলা সমবায় কর্মকর্তা আবু মো: হাবিব উল্লাহ চৌধুরী, আনোয়ার হোসেন।

সকালে র‌্যালি শেষে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শ্রেষ্ঠ সমবায়ী ছাড়াও বিভিন্ন সমবায় সমিতিকে হুইপ সামশুল হক চৌধুরী এমপি ক্রেস্ট প্রদান করেন।

সমবায় দিবসে হুইপ সামশুল হক চৌধূরী এমপি বলেছেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে দারিদ্র বিমোচন ও আত্মনির্ভরশীল হওযার জন্য সমবায় সমিতি চালু করেন। সমবায় মানুষের দারিদ্র দূর করতে কাজ করে। সমিতি থেকে ঋন নিয়ে অনেকে কূটির শিল্প, মৎস, দুগ্ধ খামার করে আজ স্বাবলম্বী। কিন্তু কিছু কিছু সমবায় প্রতিষ্ঠান অতিহারে ঋন দিয়ে সুদের ব্যবসা শুরু করছে। তার মধ্যে নামসর্বস্ব সরকারি রেজিস্ট্রেশন নিয়ে গ্রাহকদের কাছ থেকে টাকা আদায় করে উধাও হয়ে যাচ্ছে। এসব সমিতিকে সনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনকে নির্দেশ দেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *