নানা আয়োজনে খাগড়াছড়িতে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি : নানা আয়োজনে খাগড়াছড়িতে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

দিনটি উপলক্ষে সোমবার(০৪ জানুয়ারী) সকালে নারিকেল বাগান এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে টাউন হল প্রাঙ্গনে এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে।

পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শরনার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী অপু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম ও পার্থ ত্রিপুরা জুয়েল, জেলা ছাত্রলীগের আহ্বায়ক উবিক মোহন ত্রিপুরাসহ সাবেক ও বর্তমান ছাত্রলীগ এবং আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

জেলার বিভিন্ন উপজেলাতেও ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

২৪ ঘণ্টা/প্রদীপ

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *