রাউজানের তিন অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে অভিযান চালিয়ে পরিবেশের ছাড়পত্র বিহীন তিনটি অবৈধ ইট ভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে।

সোমবার (৪জানুয়ারী) রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর।

সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলমান অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরজাহান আক্তার সাথী ও পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোয়াজ্জেম হোসেন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগরের পরিচালক নুরুল্লাহ নূরী, চট্টগ্রাম অঞ্চলের উপ পরিচালক জমির উদ্দিন ও সহকারী পরিচালক আফজারুল ইসলাম উপস্থিত ছিলেন। র‌্যাব ৭ ও পুলিশ বাহিনীর সদস্য ও ফায়ার সার্ভিসের দমকল বাহিনী অভিযানে সহযোগিতা করেন।

অভিযানে গুড়িয়ে দেওয়া অবৈধ ইটভাটাগুলো হচ্ছে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের চারাবটতল এলাকার হাজী মো. লোকমানের মালিকানাধীন জিবিআই, রাজীব চৌধুরী রাজুর মালিকানাধীন এইট জিরো এইট ও সৈয়দ হোসেন কোম্পানির মালিকানাধীন বিবিসি ব্রিকস।

পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক জমির উদ্দিন সাংবাদিকদের বলেন, অবৈধ ইট ভাটাগুলোর বিরুদ্ধে আদালতের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়েছে। রাউজানে অর্ধশতাধিক অবৈধ ইটভাটা রয়েছে।

অভিযানের সময় ইটভাটাগুলোর চিমনি, চুল্লি ও কয়েকলক্ষ কাঁচা ইট গুড়িয়ে দেওয়া হয়।
এ সময় ইটভাটার কিছু শ্রমিক জানান, একেকটি ইটের ভাটায় দেড়শ থেকে দুই শতাধিক শ্রমিকের রুটি রোজগার জড়িত। ইট ভাটাগুলো গুড়িয়ে দেওয়ায় তারা বিপাকে পড়েছে।

২৪ ঘণ্টা/নেজাম

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *