সিইউসিবিএ এলামনাই এসোসিয়েশন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেন্টার ফর বিজনেস এডমিনিস্ট্রেশন (সিইউসিবিএ) এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ নগরীর পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেন সুপারকিংস বনাম ডিউ ড্রপস। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে সুপারকিংস ২-১ ব্যবধানে ডিউ ড্রপসকে পরাজিত করে প্রথম বারের মত আয়োজিত এই টুর্নামেন্টের শিরোপার স্বাদ নেয়। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়। অতিরিক্ত সময়ের শেষ মুহুর্তে দারণ এক গোল করে দলকে শিরোপার স্বাদ এনে দেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা সুপারকিংসের মুবারক।

উল্লেখ্য, সিইউসিবিএ কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্টে বিভিন্ন ব্যাচ থেকে সর্বমোট ৮টি দল অংশগ্রহণ করে। ২টি গ্রুপে ৪টি করে দল বিভক্ত হয়। গ্রুপ পর্বের প্রতিটি দল একে অন্যের মুখোমুখি হয়ে সেরা দুই দল সেমিফাইনাল খেলে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর সজিব কুমার ঘোষ।

সভাপতিত্ব করেন সিইউসিবিএ এলামনাই এসোসিয়েশনের সম্মানিত সভাপতি রেজাউল ইসলাম ভূঁইয়া।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সিসিএল ডিরেক্টর আবুল হাসনাত মুঃ বেলাল, মেম্বার হোটেলের কর্ণধার বাবু প্রমুখ।

বক্তারা বলেন, “মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই”।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *