সীতাকুণ্ডে ইউএনও মিল্টন রায়সহ করোনায় আক্রান্ত ৫

সীতাকুণ্ড প্রতিনিধি : করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সীতাকুণ্ড উপজেলা নিবার্হী কর্মকর্তা মিল্টন রায়।

মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মো.নুর উদ্দিন রাশেদ।

কয়েকদিন ধরে হালকা কাশি ও জ্বর থাকায় মঙ্গলবার সকালে চিকিৎসা নিতে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে করোনা টেস্ট করালে সন্ধ্যার দিকে উনার করোনা পজেটিভ আসে। তবে উনি শারীরিকভাবে হালকা গায়ে জ্বর ও কাশি থাকলেও সুস্থ রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নিবার্হী কর্মকর্তা মিল্টন রায় বলেন, “সম্প্রতি সমাপ্তি হওয়া পৌরসভা নির্বাচন ও কর্তব্য কাজে বিভিন্ন মিটিংয়ে অংশগ্রহণ করতে হয়। আর এসব মিটিংয়ে সদ্য সুস্থ হওয়া করোনা পজেটিভ লোকজন অতিথি ও দর্শক থাকেন। গত ২/৩ দিন ধরে হালকা কাশি অনুভব হলে স্বাস্থ্য কমপ্লেক্সে যায় এবং দায়িত্বরত স্বাস্থ্য কর্মকর্তা করোনা টেস্ট করান। সন্ধ্যায় জানতে পারি করোনা পজেটিভ।”

এদিকে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায় ছাড়াও করোনা পজেটিভ হয়েছে চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ.ম. ম দিলসাদ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিকুল ইসলাম বাচ্চু,বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজী, সাবেক এমপি মরহুম এ বি এম আবুল কাশেম মাস্টারের ছোট পুত্র ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আল মামুন এর ছোট ভাই এস এম আল নোমান। করোনায় আক্রান্ত সকলেই সীতাকুণ্ডবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

২৪ ঘণ্টা/দুলু

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *