রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে উচ্চ আদালতের নির্দেশনায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে টানা দ্বিতীয়দিনের অভিযানে চারটি অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন।
৫ জুনিয়ারি (মঙ্গলবার) দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ আইলীখীল, ওহায়েদের খীল এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসাইন, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ।
এ সসময় পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলার উপ পরিচালক জমির উদ্দিন, সহকারী পরিচালক আফজারুল ইসলাম উপস্থিত ছিলেন। র্যাব ৭, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
অভিযানে মামুন ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা, এরপর ডাবুয়া ইউনিয়নের মেলুয়া এলাকার মক্কা ব্রিকসকে ৩ লাখ টাকা, রোস্তম শাহ ব্রিকসকে ৩ লাখ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া সাইরা ব্রিকসের চিমনি ফুটোসহ কাঁচা ইট ধ্বংস করা হয়। প্রথমদিনের অভিযানে তিনটি ইটভাটা গুড়িয়ে দেয়া হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসাইন বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
২৪ ঘণ্টা/নেজাম
Leave a Reply