“শীতার্ত অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসুন”- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই আহবানে সাড়া দিয়ে এতিম, গরীব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ যুবদলের ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড যুবদলের উদ্যোগে বুধবার (৬ জানুয়ারী) নগরীর পাহাড়তলী মাস্টার লেইন এলাকার দারুস সালাম বালক বালিকা মাদ্রাসায় এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।
এ সময় তিনি বলেন, যুবদল এদেশের মানুষের বিপদে-আপদে, সুখে-দুঃখে তাদের পাশে দাঁড়িয়েছে। এই প্রবল শীতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন।
উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলশী থানা যুবদলের আহবায়ক মোঃ হেলাল হোসেন, চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সম্পাদক আব্দুল আওয়াল টিপু, খুলশী থানা যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিল্টন, ১৩নং পাহাড়তলী ওয়ার্ড যুবদলের আহবায়ক মোঃ বাদশা আলমগীর, যুগ্ম আহবায়ক মোঃ জসিম, মোঃ সোহেল বাবু, ৯নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন, খুলশী থানা যুবদল নেতা এমদাদ হোসেন মিঠু, আব্দুল সাত্তার, মোহাম্মদ সুজন, আব্দুর রহমান,নুরুল করিম লিটন, মোঃ জসিম,মোঃ লিটন, মোঃ জাবেদ, মোঃ মাইনুদ্দীন খান, মোঃ আলম ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন সাইফসহ নেতৃবৃন্দ।
Leave a Reply