চবি প্রতিনিধিঃ সন্ধান মিলেছে দুই দিন ধরে নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফাইন্যান্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র এসএম আবরার লাবিবের। যে স্থান থেকে সে নিখোঁজ হয়েছিল সেখানেই পাওয়া গেছে তাকে।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে তার সন্ধান মেলে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আছে সে। তবে কে বা কারা তাকে সেখানে রেখে গিয়েছিল তা জানা যায় নি।
বিষয়টি নিশ্চিত করেছেন লাবিবের চাচাতো ভাই এসএম ফাতরাশ। তিনি বলেন, কিছুক্ষণ আগে লাবিবকে হাসপাতালে পাওয়া গেছে। সে বলেছে, প্রথমে সিলেট গেছে সেখান থেকে ঢাকা গেছে৷ তারপর আবার এখানে। কার সাথে গেছে বা কিভাবে গেছে কিছু বলতে পারছে না। নিখোঁজ হওয়ার সময় লাবিব যে জামা কাপড় ছিল এখন তার কিছুই নেই।
এর আগে গত মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকেলে নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল থেকে বের হওয়ার পর নিখোঁজ হন আবরার। ওই হাসপাতালে করোনা আক্রান্ত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তার বাবা। সেখানেই বাবার দেখাশোনা করতেন তিনি। নিখোঁজের পরদিন ডবলমুরিং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে আবরারের পরিবার।
২৪ ঘণ্টা/মেহেদী
Leave a Reply