রাউজানে এক হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করল ডাবুয়া সমিতি চট্টগ্রাম মহানগর

রাউজান প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষে ডাবুয়া সমিতি চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ১ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (০৯ জানুয়ারি) বিকেলে ডাবুয়া তারাচরণ শ্যামাচরণ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর জৈষ্ঠ্যপুত্র তরুন সমাজ সেবক ফারাজ করিম চৌধুরী।

ডাবুয়া সমিতি চট্টগ্রাম মহানগরের আহবায়ক ও ডাবুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সমাজ সেবক আলহাজ্ব সাইফুদ্দিন চৌধুরী সাবুর সভাপতিত্বে এবং সচিব আসাদ রসুল রানার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহজান ইকবাল, সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ,স্ট্যান্ডার্ড ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এস এ এম হোসাইন, চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর অ্যাডভোকেট সমীর দাশ গুপ্ত, যুবলীগ নেতা সুমন দে, সাবেক ছাত্রনেতা দীপলু দে দিপু, নাজিম উদ্দিন .ডাবুয়া সমিতির সেলিম উদ্দিন, কনক বড়ুয়া, সনজিত দে বাবু, অ্যাডভোকেট সুব্রত দে, বাবলা বডুয়া, উজ্জ্বল বডুয়া, রাজিব দে, মোজাহের ইসলাম, সুমন মহাজন, শিমুল দে, ইফতেখার ইনান, ডাবুয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সাবের হোসেন, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আসাদ হোসেন, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি মো. সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দিন জামাল চিশতি।

এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আজাদ হোসেন, আজাদ আলম চৌধুরী সালাউদ্দিন, মো. তারেক, মোরশেদ, ডাবুয়া ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি জমির উদ্দিন, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক লোকমান, সাংগঠনিক সম্পাদক শরিফুল হক মুন্না, ছাত্রলীগ নেতা মোরশেদ আলম, এরশাদ, লিটন, জাসেদ, তীর্থ ধর, সমরজিত প্রমূখ।

অনুষ্ঠানে মাদক নির্মুল ও সামাজিক অবক্ষয় রোধ বিশেষ ভূমিকা রাখায় অনুষ্ঠানের প্রধান অতিথি তরুন সমাজ সেবক ফারাজ করিম চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া সেন্ট্রাল বয়েজ অব রাউজানের নেতৃবৃন্দসহ বিশিষ্টজনকে গুনিজন সম্মাননার ক্রেস্ট প্রদান করা হয়।

২৪ ঘণ্টা/নেজাম

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *