আগামী ২৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মো. রেজাউল করিমকে পূর্ণ সমর্থন জানিয়েছেন চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টি।
আজ রবিবার দুপুরে জামাল খানস্থ চট্টগ্রাম প্রেস ক্লাবের ইন্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর, অংঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের যৌথ উদ্যােগে আয়োজিত মত বিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে রেজাউল করিমকে মেয়র পদে সমর্থনের ঘোষনা দেন নেতৃবৃন্দ।
এসময় তারা রেজাউলকে ফুলেল নৌকা উপহার দিয়ে বরণ করে নেন। বক্তব্যে জাতীয় পার্টির নেতৃবৃন্দ সৎ, ন্যায়-পরায়ন ও যোগ্য প্রার্থী হিসেবে বীর প্রসবিনী চট্টগ্রামের ঐতিহ্য ও গৌরব গাথার সাথে মিশে থাকা বহরদার বাড়ীর সুযোগ্য বীর সন্তান মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রেজাউল করিমকে নৌকা প্রতিকে বিজয়ী করতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে বলেন।
উন্নত বাংলাদেশ গড়ার কারিগর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর দল আওয়ামী লীগ চট্টগ্রামের মানুষের সেবা করার জন্য চট্টগ্রামের সভ্যতায় অগ্রনী ভূমিকা রাখা বহরদার সন্তানকে মনোনীত করায় আমরা আনন্দিত। তিনি মেয়র নির্বাচিত হয়ে চট্টলার গৌরব গাঁথা আরো সমৃদ্ধশালী করে যুগোপযোগী আধুনিক, নান্দনিক ও শান্তির মহানগরী হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে বলে আমরা বিশ্বাস করি।
তপন চক্রবর্তীর সভাপতিত্বে ও আনিসুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ, নীল কমল সুশীল, গিয়াস উদ্দিন, কামাল উদ্দিন, রিয়াজ উদ্দিন, নুরুন নাহার বেগম,আতিকুল হক, নাছির উদ্দিন ছিদ্দীকী, ওসমান খাঁন, ইউনুচ আলকরনী, জাহাঙ্গীর আলম, আবছার উদ্দিন রনি, অধ্যাপক নুরুল বশর সুজন, রাবেয়া বশরী বকুল, আমিনুল হক আমিন, হারুন উর রশিদ, শওকত আকবর, কায়সার হামিদ মুন্না, এম আজগর, এস এম সাইফুল্লাহ, এম এ শুক্কুর, সুমন বড়ুয়া, শফিকুল মোল্লা ও বাপ্পী প্রমূখ।
Leave a Reply