হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক ও জনপদ বিভাগের জায়গা উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
জানা যায়, উপজেলার মেখল ইউনিয়নের ইছাপুর বাজার এলাকায় সড়ক ও জনপদ বিভাগের জায়গায় ১৮ টি সেমিপাকা দোকান গড়ে তুলে অবৈধ দখলদাররা। উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপদ বিভাগ স্থাপনা সরিয়ে নিতে বারংবার অনুরোধ করলেও তারা তাতে কর্ণপাত করে নি।
আজ রবিবার (১০ জানুয়ারি) বেলা ১১ টার দিকে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে রোহুল্লাপুর মৌজার বি এস ২ নং খতিয়ানের ২৬৬ দাগের প্রায় ২৫ শতক জায়গা উদ্ধার করা হয়।যার আনুমানিক মুল্য ২ কোটি ৫০ লাখ টাকা।
অভিযানকালে সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা, র্যাব এবং পুলিশ সদস্যরা সহায়তা করে।
মোহাম্মদ রুহুল আমিন জানান, গত ৩১ ডিসেম্বর জায়গা পরিমাপ করে অবৈধ দখলদার দেখিয়ে দেওয়া হয় এবং উপজেলা প্রশাসন এবং সড়ক বিভাগ বারংবার স্থাপনা সরিয়ে নিতে অনুরোধ করি, কিন্তু তারা আমাদের অনুরোধে সাড়া দেন নাই। আজ সকাল সাড়ে দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত অভিযান চালিয়ে সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা, র্যাব ও পুলিশের সহায়তায় আনুমানিক ২ কোটি ৫০ লাখ টাকার জায়গা উদ্ধার করি।
Leave a Reply