রাউজানে ফজু খান স্মৃতি ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানের উরকিরচর ইউনিয়নে ফজু খান স্মৃতি ১ম রাত্রিকালীন অলম্পিক ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা স্থানীয় মাঠে গতকাল অনুষ্টিত হয়।

মইশকরম নব জাগরন সংঘ আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১২ নং উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার সোহেল। বিশেষ অতিথি ছিলেন সিএমপি মানবিক পুলিশের টিম লিডার শওকত হোসেন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোং লিঃ দক্ষিণ রাউজান মডেলের জোন প্রধান ও রাউজান স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ আবুল কাশেম হিরু, রাউজান প্রেস ক্লাবের সহ-সভাপতি ও রাউজান স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক নেজাম উদ্দিন রানা, দৈনিক প্রথম আলোর রাউজান প্রতিনিধি সাংবাদিক এস এম ইউসুফ উদ্দিন, ইউপি সদস্য আলহাজ্ব রফিকুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আবদুল ছমদ, সমাজ সেবক ইসমাঈল খান, এন হক স্কুলের প্রধান শিক্ষক মোঃ রফিক খান, যুবলীগ নেতা মনির হোসেন, ক্লাবের সভাপতি আবু বক্কর কোম্পানি, সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন, রাউজান স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উপদেষ্টা রাশেদ উদ্দীন, জুনু মিয়া খান প্রমুখ।

প্রতিদ্বন্ধিতাপূর্ণ ফাইনাল খেলায় লাল মিয়া শাহ একাদশ হারপাড়া একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রপি তুলে দেন অতিথিবৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *