বাকলিয়ায় ইয়াবাসহ সৌদিয়া বাসচালক আটক

চট্টগ্রাম নগরীর বাকলীয়া থানা শাহ আমানত সেতু এলাকায় সৌদিয়া পরিবহনের একটি বাসে তল্লাশী চালিয়ে ১৯ হাজার ১শ ১৫ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। এসময় ইয়াবা পরিবহনের দায়ে সৌদিয়া বাসটির চালক মোহাম্মদ ইফনুস (৫২) কে আটক করেছে র‌্যাব।

আজ শনিবার দুপুর পৌণে ২টার সময় গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়।এসময় বাসটি (চট্ট মেট্রো-ব-১১-০৭২৭) জব্দ করা হয়। আটক মো. ইফনুস কক্সবাজার জেলার চশরিয়া হারবাং কালা সিকদার পাড়ার মৃত আব্দুল হাকিমের ছেলে।

র‌্যাবের সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান মামুন ২৪ ঘন্টা ডট নিউজকে তথ্যটি নিশ্চিত করে বলেন, কতিপয় মাদক ব্যবসায়ী সৌদিয়া পরিবহণের যাত্রীবাহী একটি বাসে করে কক্সবাজার হতে বিপুল পরিমান ইয়াবা নিয়ে চট্টগ্রামে প্রবেশ করছে এমন সংবাদ পেয়ে শাহ আমানত সেতুর সংযোগ সড়কে চেকপোস্ট স্থাপন করে।

তথ্যমতে গাড়িটি চেকপোস্টের কাছালকাছি এলে গাড়িটি থামানোর সংকেত দিলে চালক গাড়িটি থামিয়ে পালানোর চেষ্টা করে। এসময় র‌্যাবের সদস্যরা তাকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে গাড়িতে ইয়াবা বহণের কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যমতে গাড়িটিতে তল্লাশী চালিয়ে ১৯ হাজার ১শ ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় বাসটি জব্দ করা হয়।

তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত বাস ও উদ্ধারকৃত ইয়াবাসহ চালককে বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *