সীতাকুণ্ডে ডা.শাহ আলম হত্যার দুই আসামী কোতোয়ালিতে গ্রেফতার

সীতাকুণ্ডে আলোচিত ডাক্তার শাহ আলম হত্যা মামলার আরো দুই আসামীকে গ্রেফতার করেছে সিএমপির কোতোয়ালী থানা পুলিশ। আজ শনিবার (২ নভেম্বর) ভোর চারটায় নগরীর টাইগারপাস মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে সীতাকুণ্ড জলিল টেক্সটাইল কুতুব মেম্বার বাড়ির শো. শফির ছেলে মো. সালাউদ্দিন (২৪) ও নোয়াখালী মাইজদি নালা নগরের মৃত আবুল কাশেমের ছেলে মো. টিটু (২৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. মহসীন। তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, চট্টগ্রাম মহানগরীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১১ সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে সীতাকুণ্ডের ” গরীবের ডাক্তার ” খ্যাত শাহ আলম হত্যা মামলার আসামী সালাউদ্দিন ও টিপু নামের দুইজন রয়েছে।

এরা ছোট-বড় প্রায় দুই শতাধিক ডাকাতি ও ছিনিতাই করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এই দলের প্রধান মো. সালাউদ্দিন আগেও জেল খেটেছেন। বের হয়ে আবারও সংঘবদ্ধ হয়ে তারা ডাকাতি শুরু করে। এদের প্রত্যেকের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় মামলা রয়েছে বলেও তিনি জানান। আরো খবর : অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাতদলের ১১ সদস্য গ্রেফতার

তাদের কাছ থেকে দুটি দেশীয় এলজি, দুটি কার্তুজ, দুটি টিপ ছুরি, পিকআপ, প্রাইভেট কারসহ দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়।

এদিকে আজ শনিবার ভোরে নগরী থেকে ১১জন ডাকাত অস্ত্রসহ গ্রেফতারের পর সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ আলম মোল্লা ডা.শাহ আলম হত্যা মামলার আরো দুই আসামী সালাউদ্দদিন ও টিপুকে শনাক্ত করে সিএমপির কোতোয়ালী থানার ওসি মো. মোহসীনকে জানায়। ২৪ ঘন্টা ডট নিউজের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও সীতাকুণ্ড থানার ওসিও হত্যা মামলার দুই আসামির কথা স্বীকার করেন।

উল্লেখ্য যে, এর আগে গত ২৩ অক্টোবর ভোর সাড়ে ৪টার দিকে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়নে ডা, শাহ আলম হত্যাকাণ্ডের মূল হোতা ডাকাত দলের প্রধান নজির আহমেদ সুমন প্রকাশ কালু (২৬) র‍্যাব ৭ এর টহল দলের সাথে গুলি বিনিময়ে নিহত হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *