সীতাকুণ্ডের বার আউলিয়াস্থ ওবায়দিয়া দরবার শরীফের খোশরোজ শরীফ শুক্রবার

সীতাকুণ্ড প্রতিনিধি : হযরত গাউছুল আযম মাইজভান্ডারী মাওলানা শাহ্ ছুফী সৈয়দ আহম্মদ উল্লাহ (কঃ) এর পবিত্র খোশরোজ শরীফ উদযাপন উপলক্ষে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী সোনাইছড়ি শাখার উদ্যেগে দক্ষিণ সোনাইছড়ির বার আউলিয়াস্থ ফুলতলা ওবায়দিয়া দরবার শরীফে প্রতি বছরের ন্যায় শুক্রবার (১৫ জানুয়ারী) দিনব্যাপী কোরআনখানী, মিলাদ মাহফিল ও ফাতেহা খানীর আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে বাদে ফজর খতমে কুরআন, বাদে জোহর নাতে রাসুল(সঃ), বাদে আসর মিলাদ মাহফিল এবং বাদে এশা মোনাজাত ও তবারুক বিতরণের আয়োজন করা হয়েছে।

উক্ত পবিত্র খোশরোজ শরীফে উপস্থিত হয়ে সকলের সার্বিক সহযোগীতা দিয়ে গাউছুল আজম মাইজভান্ডারীর রুহানী ফয়েজ ও দু’জাহানের কামিয়াবী হাছিল করার জন্য ওবায়দিয়া দরবার শরীফ এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন সভাপতি উপাধ্যক্ষ মোঃ বাদশা আলম ও সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর আলম।

২৪ ঘণ্টা/দুলু

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *