সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে ৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭। রবিবার সকাল সাড়ে ৯টার সময় উপজেলার বাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
উদ্ধারকৃত গাঁজার মূল্য ২ লক্ষ ৪০ হাজার টাকা।আটককৃত আসামীরা উভয়ই কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন উত্তর সুনাইচা এলাকার মোঃ আবুল কালামের ছেলে মোঃ সাইফুল ইসলাম (২২) এবং নজির আহাম্মদের ছেলে মোঃ রাজু মিয়া (২২)।
র্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মাশকুর রহমান জানান, কতিপয় মাদক ব্যবসায়ী একটি যাত্রীবাহী বাসযোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে কুমিল্লা হতে চট্টগ্রামের দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে জেলার সীতাকুণ্ড থানাধীন উত্তর ছলিমপুর ইউনিয়নের বাংলা বাজার এলাকায় কুমিল্লা হতে চট্টগ্রামগামী ‘‘তিশা এক্সক্লুসিভ” এর একটি বাস তল্লাশি চালিয়ে দুইজনকে আটক করা হয়। পরে আটককৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেখানো ও সনাক্তমতে নিজ দখলে থাকা দুইটি ব্যাগের ভিতর সু-কৌশলে লুকানো অবস্থায় ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে যাত্রী পরিবহনের আড়ালে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রয় করে আসছে। আটককৃতদের সীতাকুন্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
২৪ ঘণ্টা/দুলু
Leave a Reply