মেয়র পদে ঠাকুরগাঁওয়ে ৭, রানীশংকৈলে ১২ প্রার্থীর মনোনয়ন দাখিল

গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও প্রতিনিধি:আগামী ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে এই দুইটি পৌরসভার ভোট অনুষ্ঠিত হবে। ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে মেয়র পদে সাত জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৫৭ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রোববার (১৭ জানুয়ারি) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে দলের মনোনীত মেয়র প্রার্থী ছাড়াও আওয়ামী লীগ থেকে তিনজন ও বিএনপি থেকে একজন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী কেন্দ্রীয় মহিলা লীগের সদস্য আঞ্জুমান আরা বেগম, বিএনপির দলীয় মনোনীত প্রার্থী জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, যুব মহিলা লীগের সভাপতি অধ্যক্ষ তাহমিনা আখতার, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক বাবলুর রহমান বাবুল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন।

পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে নুর ইসলামের বিপরীতে কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি আবারও কাউন্সিলর নির্বাচিত হতে যাচ্ছেন।

অন্যদিকে জেলার রানীংকৈল পৌরসভা নির্বাচনে ১২ জন মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া কাউন্সিলর পদে ৩০ জন ও সংরক্ষিত নারী আসনের ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন বলে নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।

এ পৌরসভায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান (মোস্তাক), বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুন্নবী বিশ্বাস পান্না ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আলমগীর হোসেন।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান মেয়র আলমগীর সরকার, রফিউল ইসলাম, নওরোজ কাউসার কানন, ইস্তেখার আলম, রুকুনুল ইসলাম ডলার, সাধন বসাক, মোখলেসুর রহমান, মোকাররম হোসেন ও আব্দুল খালেক মনোনয়নপত্র দাখিল করেছেন।

এ পৌরসভায় মোট ভোটার ১৪ হাজার ৬২৪ জন। তাদের মধ্যে নারী ভোটার ৭ হাজার ৩৬৮ জন ও পুরুষ ভোটার ৭ হাজার ২৮৬ জন।

আগামী ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে এই দুইটি পৌরসভার ভোট অনুষ্ঠিত হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *