শান্তি, সৌহার্দ্যের নান্দনিক চট্টগ্রাম সিটি গড়তে নৌকায় ভোট দিন : রেজাউল করিম

১৮নং পশ্চিম বাকলিয়া, উত্তর ও দক্ষিন পাঠানটুলী এবং পূর্ব মাদারবাড়ী ওয়ার্ডে নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

এ সময় তিনি জনসাধারণ এবং ভোটারদের সালাম ও শুভেচ্ছা জানান। একই সাথে তিনি নৌকা মার্কায় ভোট দিতে সবার প্রতি অনুরোধ জানান।

গণসংযোগে আরো অংশ নেন মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, মহানগর আওয়ামী লীগ সিনিয়র সদস্য দোস্ত মোহাম্মদ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা এ টি এম পেয়ারুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মাঈনুদ্দিন হাসান চৌধুরী, ১৮ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শহীদুল ইসলাম, ২৮নং দক্ষিন পাঠানটুলি ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর, ২৩ নং উত্তর পাঠানটুলি ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ জাবেদ, ২৯নং পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী গোলাম মোহাম্মদ জোবায়ের, মহিলা কাউন্সিলর পদপ্রার্থী, জাহেদা বেগম পপি, শাহীন আক্তার রোজী, জিন্নাত আরা বেগম সহ, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য মান্নান ফেরদৌস, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক নুরুল আজিম রনিসহ মহানগর, থানা এবং ওয়ার্ড আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

গণসংযোগকালে বিভিন্ন পথসভায় বক্তব্য রেজাউল করিম চৌধুরী বলেন, চট্টগ্রামের মানুষ উন্নয়নের পক্ষে নৌকায় ভোট দিতে জোটবদ্ধ। নৌকার পালে বিজয়ের হাওয়া লেগেছে দেখে হয়তো কারো মাথায় গন্ডগোল দেখা দিতে পারে। চট্টগ্রামের উন্নয়নের স্বার্থে একদিকে দল মত নির্বিশেষে বিভিন্ন দল মতের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী সংগঠনগুলো সিটি কর্পোরেশনের মেয়র পদের জন্য আওয়ামীলীগকে, আমাকে, নৌকা প্রতীককে সমর্থন জানিয়ে যাচ্ছেন। অপরদিকে একটি অশান্তি পার্টি মিথ্যে ও ভিত্তিহীন অজুহাত তুলতে শুরু করেছে। গণবিচ্ছিন্ন দলটি জনরায়ে বিশ্বাসী নয়, তারা নির্বাচন চায় না। বার বার তারা নির্বাচনে প্রার্থী হয়েও জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে নানা অজুহাত তুলে সরে গিয়ে অশান্তি সৃষ্টির পায়তারা করেছে।

তিনি নৌকায় ভোট প্রার্থনা করে বলেন, আপনারা জানেন উন্নয়নের যাদুকর, বিশ্ব নন্দিত নেত্রী, বঙ্গবন্ধু তনয়া আমার সাথে আছেন।

মেয়র নির্বাচিত হলে আমি আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সততা, নিষ্ঠা, শ্রম ও মেধা দিয়ে আমার আপনার প্রিয় চট্টগ্রামকে শান্তি, সৌহার্দ্যের চট্টগ্রাম হিসেবে, স্বাস্থ্যকর নান্দনিক ও আধুনিক চট্টগ্রাম হিসেবে গড়ে তুলতে সক্ষম হব ইনশআল্লাহ। চট্টগ্রামের মানুষের নাগরিক সমস্যা সমাধানে আমি আন্দোলন করেছি, সমাধানের জন্য নানা মাধ্যমে পরামর্শ দিয়েছি।

তিনি আরো বলেন, আমি জানি চট্টগ্রামের কোথায় কি সমস্যা আছে, সমম্বিত প্রয়াসে কিভাবে সমস্যাগুলো সুরাহা করা যায় তা নিয়েও ধারনা রয়েছে। সমস্যা সমাধানে কাজ করার ইচ্ছে, উদ্যম ও আছে, সৎ সাহস আমার আছে। আমি আপনাদের সহযোগিতা চাই, নৌকা প্রতীকে আপনাদের রায় চাই।

সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, আপনাদের কাছে অনুরোধ রইল চসিক নির্বাচনে যদি কেউ অশান্তি তৈরী করতে চায়, যদি সন্ত্রাস নৈরাজ্যের পথে হাঁটতে চায় তাদের বিরুদ্ধ গণ প্রতিরোধ গড়ে তুলুন। নৌকা প্রতীকের শান্তি প্রিয় কর্মী সমর্থক আগামী ২৭ তারিখ সারাদিন বিধি মেনে কেন্দ্রের অদুরে অবস্থান নিয়ে থাকবেন। কেউ যাতে অশান্দি সৃষ্টি করতে না পারে খেয়াল রাখবেন। ভোটারদের অনুরোধ করি, সকলেই ভোট কেন্দ্রে আসবেন স্বাধীনতার প্রতীক, গণতন্ত্রের প্রতীক, উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিয়ে রেজাউল ভাইকে জয়ী করবেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *