থানচিতে জিপ খাদে পড়ে ৪ শ্রমিক নিহত

বান্দরবানের থানচি উপজেলায় জিপ উল্টে পাহাড়ের খাদে পড়ে চার শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার সকালে সাড়ে ১০টার দিকে উপজেলার সীমান্তবর্তী নির্মাণাধীন লিক্রে সড়কে সদর ইউনিয়নের চার কিলোমিটার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, থানচি উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী নির্মাণাধীন লিক্রে সড়কে সদর ইউনিয়নের চার কিলোমিটার নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকবোঝাই একটি জিপ উল্টে পাহাড়ের খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলের তিনজন এবং হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার জানান, জিপ উল্টে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চারজন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *