সীতাকুণ্ড প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সীতাকুণ্ড উপজেলা শাখার উদ্যেগে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ জানুয়ার) বিকাল ৪ টায় উপজেলাে ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবির হাট এলাকা থেকে র্যালীটি শুরু হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পদক্ষিণ করে ভাটিয়ারী শহীদ মিনার প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
এর আগ মাদামবিবিরহাটস্থ হযরত শাহজাহানীয়া সুন্নিয়া মাদ্রাসা মাঠে এক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রসেনা সভাপতি মুহাম্মদ তাওহিদুল আলম রিপন এর সভাপতিত্বে অনুষ্ঠিত ছাত্র সমাবেশ উদ্বোধন করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সচিব অধ্যক্ষ মুহাম্মদ তৈয়্যব আলী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আহলে সুন্নত ওয়াল জমাআতের চেয়ারম্যান কাযী মঈনুদ্দিন আশরাফি। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি কে. এম. আজাদ রানা, বিশেষ বক্তা ছিলেন মুহাম্মদ আলী আকবর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা আহলে সুন্নত ওয়াল জমাআত সভাপতি অধ্যক্ষ মুঃ আব্দুল আউয়াল আল কাদরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সভাপতি মাওলানা মুজিব উদ্দিন আল কাদেরী, ইসলামী,ফ্রন্টের সাবেক সভাপতি মাওলানা মুঃ আশরাফ হোসাইন, সহ-সভাপতি মাওলানা মুঃ আলী সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসান ওমাইর রজভী, মাওলানা মুঃ খোরশেদ আলম, মোঃ আবু কায়সার, বাংলাদেশ ইসলামী যুবসেনা উপজেলা সভাপতি মুহাম্মদ আবু মুসা, সাধারণ সম্পাদক মুঃ সাখাওয়াত হোসাইন, সহ-সাধারণ সম্পাদক রমজান আলী রুবেল প্রমূখ।
২৪ ঘণ্টা/দুলু
Leave a Reply