মানবতার মৃত্যু : সীতাকুণ্ডে রাস্তার পাশে পলিথিন মোড়ানো নবজাতকের লাশ

সীতাকুণ্ডে পলিথিনে মোড়ানো এক নবজাতক শিশু (কন্যা)’র লাশ পাওয়া গেছে।

আজ রবিবার(৩ নভেম্বর) উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতলের বাংলাবাজার গ্রামে রাস্তার পাশে সদৃশ বস্তু দেখতে পান লোকজন। পরে তারা পলিথিন খুলে মৃত নবজাতকটি দেখতে পায়।

খবরটি চারদিকে ছড়িয়ে পড়লে লোকজন ঐ এলাকায় ভীড় করতে থাকে। পলিথিন মোড়ানো নবজাতকের লাশটি রাস্তার পাশে কে বা কারা রেখে গিয়েছে কেউ জানতে পারেনি।

এ ব্যাপারে স্থানীয় ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ ফোরকান উদ্দিন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, সকালে স্থানীয় এলাকাবাসী পলিথিনের ভিতরে রাস্তার পাশে একটি নবজাতকের(কন্যা) লাশ পড়ে থাকতে দেখে আমাকে জানালে আমি ঘটনাস্থলে যায় এবং বিষয়টি সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ আলম মোল্লাকে জানায়।

পরবর্তীতে ওসির নির্দেশে লাশটি আমি দাফনের ব্যবস্থা করি। তিনি বলেন, এ ধরনের ঘটনা গুলো দেখে মনে হচ্ছে দিনদিন মানবতার মৃত্যু ঘটছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *